IND vs WI 3rd T20I: গায়ানায় কুলদীপের ভেল্কিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ়, চায়নাম্যান বোলার গড়লেন রেকর্ডও
Kuldeep Yadav: গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব।
গায়ানা: প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বেশ ভাল বল করেছিলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হালকা চোটের কারণে অবশ্য মাঠের বাইরেই বসতে হয়েছিল। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs WI 3rd T20I) দলে প্রত্যাবর্তন ঘটিয়েই নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করে দিলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। শুধু দক্ষতা প্রমাণই নয়, গড়ে ফেললেন রেকর্ডও।
গায়ানায় মঙ্গলবার, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজের চার ওভারে কুলদীপ যাদব ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। এই তিন উইকেটের সুবাদেই তিনি ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়ে ফেললেন। ভারতীয় হিসাবে রেকর্ডও গড়ে ফেললেন। ৫০টি উইকেট নিতে কুলদীপের ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ লেগেছে, যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। কুলদীপ 'কুলচা' জুটিরই অন্যতম সদস্য যুজবেন্দ্র চাহালের রেকর্ড ভাঙলেন। চাহাল ৩৪ ম্যাচে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন কুলদীপ।
অবশ্য বিশ্বক্রিকেটের নিরিখে কুলদীপ শীর্ষে নন। সেই রেকর্ডের মালিক শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস। লঙ্কান স্পিনার মাত্র ২৬ ম্যাচে ৫০টি টি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন। বলের নিরিখেও (সবথেকে কম ৬০০ বল) মেন্ডিসই শীর্ষে। এদিন ম্যাচে কুলদীপ সর্বপ্রথম জনসন চার্লসের উইকেট নেন। তারপর একই ওভারে তিনি দুই তারকা ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার নিকোলাস পুরান এবং ব্র্র্যান্ডন কিংকে একই ওভারে চার বলে ব্যবধানে সাজঘরে ফেরত পাঠান।
ওপেনার কিং এদিন ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে সর্বাধিক ৪২ রানের ইনিংস খেলেন। অপরদিকে, নিকোলাস পুরান গোটা সিরিজ জুড়েই দুরন্ত ফর্মে রয়েছেন। গত ম্যাচে তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ় জয় পেয়েছিল। এদিনও তিনি শুরু থেকে নেমেই মারকাটারি ব্যাটিং করছিলেন। কুলদীপেরই এক ওভারে একটি ছয় ও চারের দৌলতে ১৩ রান তোলেন তিনি। সেই পুরানকে এদিন সাজঘরে ফেরত পাঠিয়ে ভারতকে বড় সাফল্য এনে দেন চায়নাম্যান বোলার। ১২ রানে ২০ রানের ইনিংসের শুরুটা ভাল করলেও ওয়েস্ট ইন্ডিজ় তারকা বেশি বড় রানের ইনিংস খেলতে পারেননি।
কুলদীপের দুরন্ত বোলিংয়েই ভারত ওয়েস্ট ইন্ডিজ়কে ১৫৯ রানে বেঁধে রাখতে সক্ষম হয়। শেষমেশ ১৩ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচও জিতে নেয় টিম ইন্ডিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে আসতই পাকিস্তান, বাবরদের ভারতে আসার ছাড়পত্র পাওয়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া