IND Vs WI, 5th T20: সিরিজ নির্ণায়ক ম্যাচে মিুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা?
India vs West Indies: পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ হারলেও, পরের দুই ম্যাচ দুরন্ত কামব্যাক করেছে টিম ইন্ডিয়া।
ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজ়ই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুতেই ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথম দুই ম্যাচেই হারের সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়াকে। কিন্তু দুর্দান্তভাবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ, সিরিজ নির্ণায়ক পঞ্চম টি-টোয়েন্টি (IND vs WI 5th T20) ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কে জিতবে এই লড়াই? কোথায়ই বা দেখবেন ম্যাচ? জেনে নিন।
গোটা সিরিজ জুড়েই ভারতীয় ওপেনাররা দলকে ভাল শুরু দিতে ব্যর্থ হয়। তবে অবশেষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ওপেনাররা ক্লিক করেন। যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ১৭৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন। ভারতীয় হিসাবে গড়ে ফেলেন রেকর্ডও। যশস্বী ও শুভমনের ১৬৫ রানের পার্টনারশিপই টি-টোয়েন্টিতে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে)। দুই তরুণ ব্যাটারই অর্ধশতরান হাঁকান। এমন দুরন্ত এক ম্যাচের পর স্বাভাবিকভাবেই যশস্বী ও শুভমনের দিকে আজকের ম্যাচেও নজর থাকবে। নজর থাকবে ভারতীয় বোলিংয়ের দিকেও। শেষমেশ ভারতীয় দল দুরন্ত কামব্যাক সম্পূর্ণ করে সিরিজ জিতে নিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
কাদের ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়
কোথায় ম্যাচ
সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিডিওনাল স্টেডিয়াম, ফ্লোরিডা
কখন খেলা
ম্য়াচ শুরু রাত ৮টায়, টস তার আধ ঘণ্টা আগে রাত ৭.৩০টায়
কোথায় দেখবেন
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে ডিডি স্পোর্টসে
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে জিও সিনেমা, ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং
পিচ পরিস্থিতি
ফ্লোরিডার পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। আজকের ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনাই প্রবল। ২০০ রান করা খুব একটা বড় চ্যালেঞ্জ নয়। তবে ডে ম্যাচে টস ম্যাচের ফলাফল নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। তাও টি-টোয়েন্টির প্রথা বজায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
হেড-টু-হেড
ম্যাচ- ২৯
ভারত- ১৯ (যুক্তরাষ্ট্রে- ৫)
ওয়েস্ট ইন্ডিজ়- ৯ (যুক্তরাষ্ট্রে- ১)
অমীমাংসিত- ১
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ়ে সমতায় ফিরে সমালোচকদের জবাব দিলেন অধিনায়ক হার্দিক