IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা
Indian Cricket Team: ক্যারিবিয়ান সফরে টেস্ট বা গোটা সাদা বলের সিরিজের একটিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই পরাজয়ের ফলে বেড়েছে আইসিসি খেতাব জয়ের অপেক্ষা। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের হতাশা পিছনে ফেলে নতুন উদ্যমে মাঠে নামবে ভারত। তবে এই সফরে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশ্রাম দেওয়া হতে পারেই বলে খবর।
ভারতীয় ক্রিকেট দল গোটা বছর ধরেই প্রচুর ক্রিকেট খেলে। সামনেই আবার ৫০ ওভারের বিশ্বকাপ। ভারতেই এ বারের বিশ্বকাপের আসর বসবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত রোহিতের ওয়ার্কলোড সামলানোর জন্যই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা বিশ্রাম দিতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক হওয়ার পর তিন ফর্ম্যাট খেলা রোহিত নাগাড়ে বেশ কয়েকদিন ধরেই খেলে চলেছেন। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অবশ্য গোটা সিরিজ নয়, শোনা যাচ্ছে ক্যারিবিয়ান সফরে কিছু ম্যাচে রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে।
গোটা বিষয়ে অবগত এক ব্যক্তি এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'রোহিতকে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খানিকটা ক্লান্তই দেখিয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের খানিকটাতে ওকে বিশ্রাম দিতে চান নির্বাচকরা। ওকে টেস্ট বা সাদা বলের আটটি ম্যাচে (তিনটি ৫০ ওভারের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি) বিশ্রাম দেওয়া হতে পারে। তবে আগে রোহিতের সঙ্গে নির্বাচকরা কথা বলবেন এবং তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।'
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক খুব আহামরি ফর্মে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শতরান করলেও, ধারাবাহবিকভাবে পারফর্ম করতে পারেননি রোহিত। সাময়িক বিশ্রাম পেলে তিনি ফর্ম ফিরে পেতে পারেন বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। খবর অনুযায়ী রোহিতকে যদি টেস্টে বিশ্রাম দেওয়াহয়, সেক্ষেত্রে অজিঙ্ক রাহানেকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। রাহানে এর আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
১৮ মাস পরে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েই বেশ নজর কেড়েছেন রাহানে। দুই ইনিংসে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করেছিলেন তিনি। তাঁকেই হয়তো ফের একবার রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। তবে এখনও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য