IND vs WI: যশস্বীর অভিষেক ম্যাচের আগে কী বলে তাঁকে উদ্বুদ্ধ করেছিলেন? জানালেন ভারতীয় অধিনায়ক রোহিত
Yashasvi Jaiswal: নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে ১৬টি চার ও একটি ছক্কার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল।
ডমিনিকা: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর অনবদ্য আইপিএল মরশুমের সুবাদে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথমবার জাতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথমবার সুযোগ পেয়েই তা লুফে নেন তরুণ ক্রিকেটার। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে (IND vs WI 1st Test) অভিষেক ঘটিয়ে শতরান হাঁকিয়ে ফেলেন যশস্বী। ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও নির্বাচিত হন ভারতীয় ওপেনার।
রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দু'শো রানের পার্টনারশিপ গড়েন যশ্বসী। এই পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে পরাজিত করে। ম্যাচের আগে যশস্বীকে নিজের অভিষেক ম্যাচটা উপভোগ করারই পরামর্শ দিয়েছিলেন রোহিত। তরুণ ওপেনারের সঙ্গে নিজের কথোপকথনের বিষয় অধিনায়ক রোহিত বলেন, 'ওর প্রতিভা তো আছেই এবং অতীতে ও প্রমাণ করেছে যে এই স্তরে খেলার জন্য ও তৈরি। ওর মানসিকতার কিন্তু কড়া পরীক্ষা নেওয়া হয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে, বিচারবুদ্ধি প্রয়োগ করে দারুণ একটি ইনিংস খেলল ও। কখনও ঘাবড়ে যায়নি যশস্বী। আমদের কথোপকথনের সময় ওকে শুধু মনে করিয়ে দিয়েছিলাম যে প্রচুর খাটা খাটনি করেছ তুমি। এই জায়গায় তোমার থাকাটা প্রাপ্য। নিজের এই সময়টা উপভোগ কর।'
রাহুল দ্রাবিড়ের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া। রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে ক্রিজে সময় কাটানো। যেন স্বপ্নের মত মনে হচ্ছে জয়সওয়ালের কাছে। রোহিতের প্রশংসায় পঞ্চমুখ যশস্বী নিজেও। ম্য়াচ শেষে তিনি বলেন, 'প্রস্তুতি দারুণ হয়েছিল আমাদের। রাহুল দ্রাবিড় স্য়ারের সঙ্গে অনেক কথা বলেছিলাম। রোহিত ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। ভারতের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে আবেগপ্রবণ মুহূর্ত। তবে এটা সবে শুরু। আমি ধারাবাহিকতা ধরে রেখে পারফর্ম করে যেতে চাই। আমার এই যাত্রাপথে অসংখ্য মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা দুর্দান্ত। ওদের থেকে যা শিখেছি, তা পরবর্তী ম্যাচগুলোয় মেনে চলার চেষ্টা করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম