Women's T20 World Cup 2023: আজ ফের ২২ গজে ইন্দো-পাকিস্তান দ্বৈরথ, কে এগিয়ে, কে পিছিয়ে?
Women's T20 World Cup: এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে ভারত মোট ২১ ম্যাচে জিতেছে। পাকিস্তান ৩ ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি ম্যাচ জিতেছে ভারত ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান।

কেপটাউন: আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) কেপটাউনে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) শিবির। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ যে টুর্নামেন্টের শুরুতেই আলাদা একটা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। কিন্তু বিশ্বযুদ্ধের মঞ্চে নামার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে, কে পিছিয়ে -
মহিলাদের ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ
এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে ভারত মোট ২১ ম্যাচে জিতেছে। পাকিস্তান ৩ ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি ম্যাচ জিতেছে ভারত ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ৪ ম্যাচ জিতেছে ভারত। ২টো ম্যাচ জিতেছে পাকিস্তান। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ৪ বার জিতেছে ভারত। ১ বার জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত এই বছরই অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জিতেছে।
View this post on Instagram
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আজ খেলতে নামছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। প্রথম ম্য়াচে নামার আগে কিছুটা চিন্তা রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্কে। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, ২ মূল তারকার চোট পাকিস্তান ম্যাচের আগে কিছুটা চিন্তায় রাখবে ভারতকে।
শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team )। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগেই কিছুটা চিন্তার ভাঁজ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কে। আগামীকালের ম্যাচে অনিশ্চিত স্মৃতি মন্ধানা। এর আগে কাঁধের চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিতের তালিকায় ছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। এবার স্মৃতির নামও যুক্ত হল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন হরমনপ্রীত। আগামীকালের ম্যাচে হয়ত তিনি খেলবেন না, এটাই নিশ্চিত। এবার স্মৃতিও ছিটকে যেতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে।
আরও পড়ুন: সাঁতারে ৫টি সোনা, ২টো রুপো জিতলেন মাধবনের ছেলে ভেদান্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
