Abhimanyu Easwaran: রোহিতের পরিবর্তে টেস্টে ভারতের ওপেনার হওয়ার দৌড়ে, ইংল্যান্ডে শুরুতেই ব্যর্থ বাংলার ক্রিকেটার
India vs England Lions: ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র 8 রান করে আউট হয়েছেন।

ক্যান্টারবেরি: আইপিএল (IPL 2025) চলছে । তার মাঝখানে শুরু হয়েছে ভারত এ দলের ইংল্যান্ড সফর । ৩০ মে, শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম ম্যাচে ব্যর্থ হলেন এমন একজন খেলোয়াড়, যাঁকে রোহিত শর্মার বিকল্প হিসেবে দেখা হচ্ছিল । অভিমন্যু ঈশ্বরণ । যিনি এখন ভারত এ দলের অধিনায়ক । উল্লেখ্য, ৭ মে রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কেবল অধিনায়কত্বের পদ নয়, টেস্ট দলে ওপেনিংয়ের স্থানও খালি হয়ে গিয়েছিল । ওপেনিংয়ের জায়গায় অন্যতম দাবিদার ঈশ্বরণ । ভারত এ দলের হয়ে তিনি কেমন পারফর্ম করেন, দেখার অপেক্ষায় ছিলেন সকলে । যদিও হতাশ করলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তরুণ ।
রোহিতের অবসরের পর ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল । অন্যদিকে ঋষভ পন্থকে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে । এরপর অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শন-এর মতো উঠতি খেলোয়াড়দের ওপেনারের বিকল্প হিসেবে দেখা হচ্ছিল । এমনও আঁচ করা যাচ্ছে যে, অধিনায়ক গিল নিজেই ওপেনিং করতে নামতে পারেন ।
অধিনায়ক পরীক্ষায় ব্যর্থ
ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র 8 রান করে আউট হয়েছেন । ইংল্যান্ড লায়ন্সের জোশ হুল খুব একটা ভাল বোলিং করছিলেন না । তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছিল, কিন্তু ষষ্ঠ ওভারে ঈশ্বরণ তার বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিমায় দুটি চার মেরেছিলেন । ওই ওভারের পঞ্চম বলে জোশ হুল ফুল-লেংথে বল করেন, যাতে ঈশ্বরণ চমকে গিয়ে LBW আউট হন ।
এখনও ৩টি সুযোগ বাকি
ভারত এ দলকে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে । ফলে অভিমন্যু ঈশ্বরণের নিজেকে প্রমাণ করার জন্য চারটি ইনিংসের সুযোগ রয়েছে, যার মধ্যে তাঁর প্রথম ইনিংস খারাপ গিয়েছে । পরবর্তী ইনিংসগুলিতে যদি তিনি নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে কে এল রাহুল বা সাই সুদর্শনের মতো কোনও খেলোয়াড় ওপেনিং স্লট পাওয়ার দৌড়ে তাঁর চেয়ে এগিয়ে যাবে । অভিমন্যু ঈশ্বরণ এ পর্যন্ত ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৭৭৪ রান করেছেন । প্রথম শ্রেণির কেরিয়ারে তাঁর ব্যাট থেকে ২৭টি সেঞ্চুরি এবং ২৯টি হাফসেঞ্চুরি এসেছে ।




















