IND vs ENG: রুটদের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্য়াচ খেলবে ভারত 'এ' দল
IND A vs England Lions: সেই সিরিজের আগেই এবার চারদিনের প্রস্তুতি ম্য়াচ হবে তিনটি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেই ম্য়াচগুলোয় অংশ নেবেন ভারতীয় 'এ' দল।

মুম্বই: অস্ট্রেলিয়া সিরিজে গোটা ভারতীয় দলের পারফরম্য়ান্স নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। দলের কোচ ও কোচিং স্টাফদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বিসিসিআই কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। আগামী জুনে ইংল্য়ান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজের আগেই এবার চারদিনের প্রস্তুতি ম্য়াচ হবে তিনটি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেই ম্য়াচগুলোয় অংশ নেবেন ভারতীয় 'এ' দল। আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০ জুন থেকে। তার মাঝে তিনটি চারদিনের প্রস্তুতি ম্য়াচ খেলা হবে।
বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে। এমনকী আইপিএল ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজেও কতটা তাঁকে পওয়া যাবে, তা নিয়েও সংশয় রয়েছে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল বুমরার পিঠ এখনও ফুলে রয়েছে। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে রীতিমতো বেডরেস্ট দেওয়া হয়েছে। তাঁর পিঠের স্ক্যান কবে করা হবে, তাও নিশ্চিত নয়। ভারতীয় দলের সেরা পেস অস্ত্রের ব্যাক স্প্যাজম রয়েছে। চোট কতটা গুরুতর, তার উপরে নির্ভর করছে কবে তিনি মাঠে নামতে পারবেন, সেই বিষয়টি। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন বুমরা। তিনি লেখেন, 'জানি ভুয়ো খবর ছড়ানোটা খুবই সহজ। তবে এবার যেটা শুনেছি, সেটা শুনে হাসিই পেল। সূত্ররা একেবারেই নির্ভরযোগ্য নন।'
সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে নিদেন পক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাবের পরে মাঠে নামা যাবে। গ্রেড ২ চোট হলে সেক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাব পর্ব চলবে। গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
