IND vs BAN: বৃষ্টি দাপট অব্য়াহত, এক বলও গড়াল না, দ্বিতীয় দিনের খেলায় ইতি টানলেন আম্পায়াররা
IND v BAN 2nd Test: এদিন চা পানের বিরতির সময় পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু তার মধ্যেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দু দিনে মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছে।
![IND vs BAN: বৃষ্টি দাপট অব্য়াহত, এক বলও গড়াল না, দ্বিতীয় দিনের খেলায় ইতি টানলেন আম্পায়াররা India Bangladesh kanpur green park test Day 2 called of due to rain full story IND vs BAN: বৃষ্টি দাপট অব্য়াহত, এক বলও গড়াল না, দ্বিতীয় দিনের খেলায় ইতি টানলেন আম্পায়াররা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/28/5fb7654d9e90f7f9995f3d9bf547a5d91727514984043206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কানপুর: ভারত-বাংলাদেশ (INd vs BAN 2nd Test) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এক বলও খেলা হল না। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ার পর বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে সেই বিবৃতি দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল যে প্রথম সেশনে না হলেও দ্বিতীয় সেশন থেকে খেলা সম্ভব হবে। কিন্তু সারাদিনে বৃষ্টির লুকোচুরি, মেঘাচ্ছন্ন আকাশ ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা শুরু করাই সম্ভব হল না গ্রিন পার্কে।
এদিন চা পানের বিরতির সময় পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু তার মধ্যেও খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপরই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। সেক্ষেত্রে দুদিনে মাত্র ৩৫ ওভারই এই টেস্টে এখনও পর্যন্ত খেলা সম্ভব হল।
View this post on Instagram
প্রতিদিন খেলা শুরু হওয়ার কথা সকাল ৯.৩০ টায়। কিন্তু এদিন বৃষ্টি শুরু হওয়ার পর তার জন্য মাঠের কভার সরানো সম্ভব হয়নি। বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে যে, 'দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হল না।'
কানপুর টেস্টের প্রথম দু দিন এভাবে নষ্ট হওয়ায় কিছুটা চিন্তা বাড়বে ভারতীয় দলের জন্য়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই চলছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। ফাইনালে ওঠার পথ সেক্ষেত্রে কিছুটা কঠিন হতে পারে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে।
এদিন ঠিক সময়েই মাঠে পৌঁছে গিয়েছিলেন ২ দেশের ক্রিকেটাররাই। কিন্তু ড্রেসিংরুমের বাইরে বেরতে পারেননি কোনও ক্রিকেটারই। গম্ভীর ও বিরাটকে দেখা যায় ড্রেসিংরুমের বাইরে এসে আড্ডা মারতে। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটাররাও প্রত্যেকেই ড্রেসিংরুমের বাইরে হাল্কা ওয়ার্ম আপ করেন। যা পরিস্থিতি, চলতি টেস্টে বাকি তিনদিনেও খেলা কতটা হবে, তা বলা মুশকিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)