India vs South Africa: প্রথম ইনিংসে আহত হন, দ্বিতীয় ইনিংসেই ব্যাটিংয়েই নামেননি, বর্তমানে কেমন আছেন গিল? আপডেট দিলেন গম্ভীর
Shubman Gill: ঘাড়ে চোট লাগায় শুভমন গিল স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন বলেই খবর।

কলকাতা: ইডেন টেস্ট ম্যাচের (India vs South Africa) দ্বিতীয় দিন ব্যাটিং করার সময় ঘাড়ে চোট লাগে। সেই জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম ইনিংসে রিটায়ার্ড হার্ট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়েই নামেননি শুভমন গিল (Shubman Gill)। দিনের খেলা শুরুর আগেই ভারতীয় বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে শুভমন গিল আর ইডেন টেস্টে অংশগ্রহণ করবেন না। তিনি এখন কেমন আছেন? দ্বিতীয় টেস্টে কি অধিনায়ক গিল খেলতে পারবেন?
ম্যাচশেষে ভারতীয় কোচ গৌতম গম্ভীর গিলের শারীরিক পরিস্থিতির আপডেট দেন। তিনি জানান, 'এখনও ওকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার দেখা যাক। ফিজিওরা আজ সন্ধেবেলায় ওর বিষয়ে কোনও একটা সিদ্ধান্ত নেবে। সেই বুঝে আমরা কাল সিদ্ধান্ত নেব।'
তবে শুভমনকে নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। যেভাবে গুরুত্বপূর্ণ তৃতীয় দিন সাতসকালে শুভমনের টেস্ট ম্যাচ থেকে ছিটকে যাওয়ার খবর বিবৃতি দিয়ে জানায় বোর্ড, তা নিয়ে খুশি নন প্রাক্তনীরা। বলাবলি হচ্ছে, ঘাড়ে ব্যথা নিয়েও যদি ব্যাট করতে নামতেন ভারত অধিনায়ক, দলের মনোবল চাঙ্গা হতো। রান না পেলেও কিছুটা লড়াই তো করতেন!
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই যিনি বললেন, 'গিলের ব্য়াট করতে নামা উচিত ছিল। ও নামলে ভারত আরও একটু লড়াই করতে পারত।' একই মত সুনীল গাওস্করেরও। বলছিলেন, 'গিলকে নিয়ে এসে ব্যাট করতে নামাতে পারত ভারত। তাতে দল উপকার পেত।'
শুভমন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না বলে শোনা গেল। কিন্তু অনেকের মতে, শুভমন যদি ক্রিজে গিয়ে গোটা দশেক বল দাঁড়িয়েও থাকতেন, অন্য দিকের ব্যাটার আক্রমণাত্মক শট খেলার সুযোগ পেতেন। ভারতের অল আউট হতে আরও সময় লাগত। নিয়ম অনুযায়ী এই ঘোষণার পরেও কিন্তু গিল চাইলে ব্যাটিংয়ে নামতেই পারতেন। তবে তেমনটা হল না।
ভারতীয় দল ১২৪ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে যায়। ৩০ রানে প্রথম টেস্টে পরাজিত হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে পিছিয়ে পড়েছে ভারত। ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সেই টেস্টের আগে দলের ওপর নিজের আস্থা জ্ঞাপন করলেন গম্ভীর। 'আমরা গুয়াহাটিতে যেমন পিচই পাই না কেন, আমরা মতে আমাদের দলে এমন ক্রিকেটার রয়েছে যারা যে কোনও পরিস্থিতি, যে কোনও পিচে মানিয়ে নিতে সক্ষম।' দাবি ভারতীয় কোচের।




















