Indian Team Selection: বুমরাকে ধরেই অঙ্ক কষছেন নির্বাচকেরা, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে বড়সড় চমক?
ICC Champions Trophy: সূত্রের খবর, প্রশ্ন থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল দলে থাকবেন। রাখা হবে যশপ্রীত বুমরাকেও।

মুম্বই: শনিবার, ১৮ জানুয়ারির দিকে বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করার কথা। শোনা যাচ্ছে, সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) দুপুরে সাংবাদিক সম্মেলন করে আইসিসি-র এই মেগা ইভেন্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করতে পারেন।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির তিনটি কেন্দ্রে ১৯ ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নির্বাচক কমিটির সদস্যরা অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনা সেরে নিয়েছেন। শনিবার ভারতীয় সময় বেলা ১২টায় দল নির্বাচনী সভা শুরু হতে পারে। তারপর মুম্বইয়ে দুপুর ২টোয় সাংবাদিক সম্মেলন করতে পারেন আগরকর। সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করা হবে শনিবার।
কেমন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল? সূত্রের খবর, প্রশ্ন থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল দলে থাকবেন। রাখা হবে যশপ্রীত বুমরাকেও। যদিও টুর্নামেন্টে তিনি খেলবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
সদ্যসমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টের সময় বুমরার পিঠে চোট লেগেছিল। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠে অস্বস্তি অনুভব করার পর পেসারের স্ক্যান হয়েছিল। সেই ম্যাচের শেষ দু'দিন বল করতে পারেননি বুমরা।
সূত্রের খবর, নির্বাচকরা চান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তত একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক বুমরা। যাতে তাঁর ফিটনেস মূল্যায়ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। যদিও বিশেষজ্ঞরা তাঁকে বেডরেস্ট দিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন বুমরা নিজেই।
এদিকে, ভারতের ঘরোয়া ক্রিকেটের সেরা ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকরা করুণ নায়ারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করতে নারাজ বলেই খবর। করুণ সাত ম্যাচে পাঁচটি সেঞ্চুরি সহ ৭৫২ রান করেছেন। বিদর্ভকে ফাইনালে নিয়ে গিয়েছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ৪৪ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস ফিনিশার হিসেবেও করুণের দক্ষতার প্রমাণ।
আরও পড়ুন: ১৩ বছর পর ফের এই দলের হয়ে মাঠে নামবেন কোহলি? শুক্রবার কী হল বৈঠকে?
তবে নির্বাচকরা মনে করেন, ২০১৭ সালে ভারতের হয়ে শেষ খেলা করুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি বড় টুর্নামেন্টের ঠিক আগে দলে ফেরানো অনুচিত। তাঁর বয়স এখন ৩৩ বছর।
কেরলের সঞ্জু স্যামসনেরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন। তবে কেরলের প্রশিক্ষণ শিবিরে অংশ না নেওয়ায় বিজয় হাজারে ট্রফিতে তাঁকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাঁর থাকার সম্ভাবনা কম।




















