India vs England 2nd Test: দুঃস্বপ্নের এজবাস্টনে প্রথমবার টেস্ট জিতবে ভারত? অতীত পরিসংখ্যানেই লুকিয়ে সাফল্যের পূর্বাভাস
ENG vs IND: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতীয় দল আপাতত ২৪৪ রানে এগিয়ে রয়েছে। হাতে এখনও নয় উইকেট রয়েছে।

বার্মিংহাম: প্রায় সাত দশক, ৬৮ বছর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে নেমেছিল ভারত। তবে সেই থেকে আজ অবধি একবারও এজবাস্টনে জয় পায়নি ভারত। সেই পরিংসখ্যান কিন্তু এবার বদলাতেই পারে। অন্তত অতীত এমনই ইঙ্গিত দিচ্ছে।
বার্মিংহামের এজবাস্টনে চলতি দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) আগে ভারতীয় দল আট টেস্টের একটিও জিততে পারেনি। সাত ম্য়াচে পরাজিত হয়েছে ভারতীয় দল, ড্র হয়েছে একটি ম্যাচ। তবে অতীত যদি ইঙ্গিতবাহী হয়, তাহলে এই মাঠে অবশেষে ভারতীয় দলের ভাগ্য খুললেও খুলতে পারে। ২০২২ সালে ভারতীয় দল এই মাঠে ৪১৬ রান তুলেছিল। সেই রানের গণ্ডি পার করে এই ম্যাচেই এজবাস্টনে নিজেদের সর্বকালের ,সর্বোচ্চ ৫৮৭ রান তুলেছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানের লিডও নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
এই সবই কিন্তু ভারতীয় দলকে ম্যাচে এগিয়ে রাখছে। উপরন্তু, এজবাস্টনের ইতিহাস বলছে এই মাঠে কোনও ইনিংসে পাঁচশোর গণ্ডি পার করার পর কোনও দল পরাজিত হয়নি। সুতরাং, বর্তমান পরিস্থিতিতে শুভমন গিলের ভারতীয় দল আগে কোনও টিম ইন্ডিয়া যা করে উঠতে পারেনি, সেই কাজটাই যে করার পথে অগ্রসর, তা বলাই বাহুল্য। তবে ম্যাচের চতুর্থ দিনে খেলা কোন দিকে গড়ায়, তার ওপর কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল।
Stumps on Day 3 in Edgbaston! 🏟️
— BCCI (@BCCI) July 4, 2025
Runs in quick succession in the 2nd innings as #TeamIndia extend their lead to 244 runs 👌👌
KL Rahul (28*) and Karun Nair (7*) at the crease 🤝
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/GbuwEnGISs
এজবাস্টনে দ্বিতীয় টেস্ট যত গড়াচ্ছে, লড়াই আরও তীব্র হচ্ছে। ভারতের ৫৮৭ রানের জবাবে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের দুরন্ত পার্টনারশিপের পরেও ৪০৭ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। ১৮০ রানের বিরাট লিড পেয়েছে ভারত। ৬ উইকেট মহম্মদ সিরাজের। ৪ উইকেট নিয়েছেন আকাশ দীপ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬৪/১। সব মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে ভারত।




















