New BCCI Secretary: নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিপর্যয়ের পর টেস্ট ক্রিকেটে বিশেষ নজর নতুন সচিবের
Devajit Saikia: রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ।

মুম্বই: রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) হিসাবে দায়িত্ব নিয়েছেন ১ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ ছাড়তে হয়েছে তাঁকে। পাশাপাশি বোর্ডের কোষাধ্যক্ষ পদ ছাড়তে হয়েছে আশিস শেলারকেও। যেহেতু তিনি মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্বভার নিয়েছেন।
তাঁদের পরিবর্তে রবিবার মুম্বইয়ে এসজিএমে ভারতীয় বোর্ডের নতুন সচিব হলেন অসমের দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্ম-সচিব ছিলেন এবং জয় শাহর পরে কার্যনির্বাহী সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কোষাধ্যক্ষ হলেন ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিংহ ভাটিয়া। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। যেহেতু দুই পদে আর কেউই মনোনয়ন জমা দেননি।
নতুন দায়িত্ব পেয়ে দেবজিৎ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। বলেছেন, 'এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ আপনি যদি দেখেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে, অর্তাৎ শেষ দুটি সিরিজে আমরা টেস্ট ক্রিকেটে ভাল করতে পারিনি। আমাদের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ান ডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং তারপরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ইভেন্ট। আমাদের একবারে একটি টুর্নামেন্ট নিয়ে ভাবতে হবে। আমরা গত দু'দিনে অনেক আলোচনা করেছি। টেস্ট ক্রিকেটে উন্নতির একটা রাস্তা বার করার চেষ্টা করছি। আমাদের ত্রুটিগুলি যাই হোক না কেন, আমাদের সেগুলি কাটিয়ে উঠতেই হবে।'
সাইকিয়া যোগ করেছেন, 'আমরা সকল বিশেষজ্ঞের মতামতও নিচ্ছি। সুতরাং, আমরা এই আলোচনা এবং অনুশীলন থেকে একটি খুব ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছি। আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ হল দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বোর্ড সচিব জয় শাহর শুরু করা কাজকেই এগিয়ে নিয়ে যাব।'
দেবজিৎ নিজে ছিলেন ক্রিকেটার। ১৯৯০ থেকে ১৯৯১-এর মধ্যে সাইকিয়া চারটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেন। ছিলেন উইকেটকিপার। তাঁর ক্রিকেট কেরিয়ার অবশ্য দীর্ঘায়িত হয়নি। তাঁর কেরিয়ারে সাইকিয়া ৫৩ রান করেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৯টি শিকার। মাত্র ২৮ বছর বয়সে গুয়াহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০১৬ সালে ক্রিকেট প্রশাসনে আসেন সাইকিয়া। সেই সময়ে অসম ক্রিকেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।
আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় ক্রিকেটার! ফ্লাইট মিস করতেই ক্ষোভ উগরে দিলেন




















