India Pakistan Conflict: ভারতের বিরুদ্ধে কুৎসা রটাতে গিয়েছিলেন, ধরা পড়ে তীব্র বিদ্রুপের মুখে আফ্রিদি
Shahid Afridi: আফ্রিদির দাবি কি সত্যি? প্রকাশ্যে চলে এল তাঁর মিথ্যাচার। যা ধরা পড়ে গেল তাঁর পোস্ট করা ভিডিওতেই।

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ভারতের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার আফ্রিদি একটি নতুন ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেখানে একটি হাসপাতাল ছিল এবং সেখানে ভারতীয় সেনা হামলা চালিয়েছে।
আফ্রিদির দাবি কি সত্যি? প্রকাশ্যে চলে এল তাঁর মিথ্যাচার। যা ধরা পড়ে গেল তাঁর পোস্ট করা ভিডিওতেই।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু করে এবং ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে। এর পর ভারতীয় সেনা এই তথ্য প্রকাশ করে এবং জানায় যে, এতে পাকিস্তানের সেনা ও সাধারণ নাগরিকদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু জঙ্গি ঘাঁটিতে হামলার পর পাকিস্তানের সেনা সীমান্তে অবিরত গুলিবর্ষণ শুরু করে, যা থেকে বোঝা যায় যে পাকিস্তান তাদের দেশের মাটি থেকেই সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।
সেই সময় থেকেই শাহিদ আফ্রিদি ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে কটূ মন্তব্য করতে শুরু করেন। ভুল প্রচার করতে থাকেন তিনি। এমনকী, সংঘর্ষবিরতির পর তিনি করাচির রাস্তায় বিজয় মিছিলও বার করেছিলেন। যা নিয়ে তীব্র কটাক্ষের শিকার হন আফ্রিদি।
মিথ্যা শাহিদ আফ্রিদির দাবি
শাহিদ আফ্রিদির যে ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে তিনি একটি ভবনে প্রবেশ করছেন। দেখে বোঝা যাচ্ছে যে, এখানে কোনও হামলা হয়েছে। দেওয়ালে গুলির চিহ্নও দেখা যাচ্ছে। একজন ব্যক্তি তাঁকে বলছেন যে, এটি একটি হাসপাতাল ছিল এবং হামলার পর কেমনভাবে তা ধ্বংস হয়ে গিয়েছে। এতে আফ্রিদি বলেন, "এই রইল প্রমাণ, প্রমাণ এভাবে দেখানো হয়। সাধারণ মানুষের উপর হামলা, আমাদের হাসপাতালে করা হয়েছে।"
View this post on Instagram
মিথ্যা ধরা পড়ে গিয়েছে
তবে এই ভিডিওতে সকলে আফ্রিদির মিথ্যা ধরে ফেলেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, সেখানে রাখা বিছানা, হুইলচেয়ার এবং দেওয়ালে লাগানো পোস্টার নতুন। যা দেখে প্রশ্ন উঠছে, হাসপাতালে হামলাই যদি চলে তাহলে এসব নতুন কেন? অর্থাৎ, হামলায় সব কিছু ছিন্নভিন্ন হয়ে গেলে এগুলো নতুন কেন? একজন নেটিজেন লিখেছেন, "পাকিস্তানে হাসপাতাল এমন হয় কি? আজ জানলাম।" আরেকজন নেটিজেন বলেছেন, "কোন দিক থেকে এটা হাসপাতাল মনে হচ্ছে?" গোটা ঘটনাটাই সাজানো বলে মনে হয়েছে নেটিজেনদের।




















