T20 World Cup 2024: হড়পা বানে ভাসছে ফ্লোরিডা, ভারত, পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের স্থান বদলের দাবি সমর্থকদের
Florida Flash Flood: সম্প্রতি ফ্লোরিডার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে, যেখানে শহরের বিভিন্ন স্থান জলের তলায় ধরা পড়েছে। এই সপ্তাহে দক্ষিণ ফ্লোরিডায় বিভিন্ন স্থানে অন্তত ১০ ইঞ্চি বৃষ্টি হয়েছে।
ফ্লোরিডা: বুধবার, ১৩ জুন প্রবল বৃষ্টির জেরে ফ্লোরিডার দুই প্রধান বিমানবন্দরে বিমান চলাচল প্রবলভাবে ব্যাহত হয়। পরিস্থিতির এতটাই খারাপ যে হড়পা বানের (Florida Flash Flood) জন্য জরুরি অবস্থার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর বড় প্রভাব পড়তে পারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024)। সংশয় ভারত (Indian Cricket Team), পাকিস্তানের (Pakistan Cricket Team) ম্যাচ ঘিরে। এমনকী পাকিস্তানের বিশ্বকাপের ভাগ্যও নির্ধারণ করতে পারে এই হড়পা বান।
ভারতীয় দলের আর একটি গ্রুপ পর্বের ম্যাচ বাকি। শনিবার, ১৫ জুন কানাডার বিরুদ্ধে সেই ম্যাচটি ফ্লোরিডায় আয়োজিত হবে। পাকিস্তান বনাম আয়ার্ল্যান্ডের ম্যাচটিও একই মাঠে খেলা হবে। নিজেদের গ্রুপ তালিকায় তিনে থাকা পাকিস্তানের কাছে এই ম্যাচটি মরণ-বাঁচন ম্যাচ। তবে বর্তমান যা পরিস্থিতিতে, তাতে সেই ম্যাচ আয়োজন করা নিয়েই প্রবল সংশয়। সম্প্রতি ফ্লোরিডার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে, যেখানে শহরের বিভিন্ন স্থান জলের তলায় ধরা পড়েছে। এই সপ্তাহে দক্ষিণ ফ্লোরিডায় বিভিন্ন স্থানে অন্তত ১০ ইঞ্চি বৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা। আইসিসির কাছে সমর্থকরা দাবি তুলেছেন ফ্লোরিডায় আয়োজিত ম্যাচগুলি যেন অন্য স্থানে স্থানান্তরিত করা হয়। তাদের কথা যে অযৌক্তিক নয়, তার প্রমাণ সম্প্রতি পাওয়া গিয়েছে।গতকাল প্রবল বৃষ্টির জেরে নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচ ভেস্তে গিয়েছে। সেই ম্যাচটি ফ্লোরিডায়ই আয়োজিত হওয়ার কথা ছিল।
Apparently a state of emergency has been declared in some parts of Florida. Can't ICC shift venue? pic.twitter.com/ISu8bH5QuQ
— Silly Point (@FarziCricketer) June 13, 2024
A flash flood warning has been issued in Florida due to heavy rains.
— Himanshu Pareek (@Sports_Himanshu) June 13, 2024
-Three T20 World Cup matches are scheduled here in the next three days. pic.twitter.com/hweNlnHRcj
The conditions in Florida is really
— Tanuj Singh (@ImTanujSingh) June 13, 2024
Bad right now.
- India vs Canada.
- Pakistan vs Ireland.
- USA vs Ireland.
- All 3 games will be played in Florida in this T20 World Cup 2024.pic.twitter.com/0g1zhWOzEZ
Won’t be too much cricket in Florida this week …
— Larry Leprechaun (@LarryLeprechau) June 11, 2024
… goodbyes in advance to @OfficialSLC @TheRealPCB & @cricketireland
Knowing that there is rain coming why doesn’t the @icc either move games to other venues or schedule rest days??#ThanksICC pic.twitter.com/CmyR55jYM0
Even Naseem Shah was forced to delete this story. Dear @ICC if you are real promoters of the game, then instead of wasting the next 3 games in Florida, do shift them to New York or Dallas.There would be no logistic issues as well,and you have ample time to make necc arrangements pic.twitter.com/mu4UbSQTks
— Hassan Abbasian (@HassanAbbasian) June 12, 2024
শেষমেশ আইসিসি সমর্থকদের ডাকা কি সাড়া দেবে? ফ্লোরিডা থেকে ম্যাচগুলি কি সরানো হবে? তার জবাব সময়ই দেবে। ভারতীয় দল কিন্তু ইতিমধ্যেই ফ্লোরিডার উদ্দেশে নিউ ইয়র্ক থেকে রওনাও দিয়ে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে ম্যাচের স্থান পরিবর্তন করার সম্ভাবনা যে খুবই কম, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টাও কাটেনি, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ শেষ হতে না হতেই শুরু নাসাউ স্টেডিয়াম ভাঙার কাজ