(Source: ECI/ABP News/ABP Majha)
U19 World Cup Final: ফের এক বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কেমন হবে পিচ?
India U19 vs Australia U19: ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত, অস্ট্রেলিয়ার লক্ষ্য তৃতীয়বার যুব বিশ্বকাপ জয়।
বেননি: গোটা বিশ্বকাপে অপ্রতিরোধ্য দল, একের পর এক ম্যাচ দাপটের সঙ্গে জিতে বিশ্বকাপ ফাইনালে নিজেদের টিকিট পাকা করেছে ভারত। খেতাবি লড়াইয়ে তাঁদের সামনে এবার অস্ট্রেলিয়ান (IND U19 vs AUS U19) চ্যালেঞ্জ। না ২০২৩ বিশ্বকাপ ফাইনালের কথা হচ্ছে না। কথা হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 20234) ফাইনালের। যে বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নয় ভারত। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে রেকর্ড নবমবার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ভারতের ছোটরা। অপরদিকে, লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে মাত্র এক উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
রোহিত শর্মারা পারেননি। তবে উদয় শাহারণের নেতৃত্বাধীন ভারতীয় দল কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে? রেকর্ড ষষ্ঠ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে? রবিবাসরীয় দুপুরে এই প্রশ্নের জবাব পেতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। খেতাবি ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? দুই দল কী ধরনের পিচেই বা খেলবে?
অতীত রেকর্ড
ম্যাচ- ২৭
গড় রান- ২৩৩
প্রথমে ব্যাট করে জয়ী দল- ৮
রান তাড়া করে জয়ী দল- ১৭
সর্বাধিক রান- ৩৯৯/৬
সর্বনিম্ন রান- ৯১/১০
অনূর্ধ্ব ১৯:-
ম্যাচ- ৪৬
প্রথম ইনিংসে গড় রান- ১১৪
সর্বাধিক রান- ৩৪৩/৭
সর্বনিম্ন রান- ৪২/১০
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে ম্যাচের ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল ৫৯.৫৭ শতাংশ ম্যাচ জিতেছে এই মাঠে।
পিচ
উইলোমুর পার্ক, বেননিতে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে। বেননির পিচ সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের পক্ষে লাভদায়ক। রান তাড়া করেই ম্যাচ জয়ের নজিরই এখানে বেশি। তাই ম্যাচের টস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাধারণত টসজয়ী দল প্রথমে বল করে প্রতিপক্ষ করে অল্প রানের মধ্যে সীমাবদ্ধ রেখে দ্বিতীয় ইনিংসে রানা তাড়া করে জয়ের লক্ষ্যে থাকে। দুই সেমিফাইনালেই কিন্তু সেই ছবিই দেখা গিয়েছিল।
পরিবেশ
ম্যচের আগে আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। weather.com অনুযায়ী ম্যাচ চলাকালীন ২৪ থেক ৩৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল লাভজনক হবে। তাই নিঃসন্দেহে এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যুব বিশ্বকাপের ফাইনাল, কখন, কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ?