IND vs IRE T20I: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs IRE T20I: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে ভারতের নেতৃত্বাধীন ভারতীয় দল।
ডাবলিন: সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ় জিতলেও, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (Team India)। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs IRE T20I) খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজ়ের থেকে প্রায় সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আইরিশদের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয়। এই দলের নেতৃত্বে ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
দীর্ঘদিন চোট আঘাতের জেরে মাঠের বাইরেই ছিলেন বুমরা। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের আগে বহু কাঙ্খিত আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বুমরা। তাঁর ফিটনেসের দিকে সকলেরই নজর থাকবে। বুমরার নেতৃত্বে একগুচ্ছ তরুণ, অনভিজ্ঞ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই সিরিজ়ে। একদিকে যেখানে রিঙ্কু সিংহরা দলে রয়েছেন, তেমনই প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম দুবেরা অনেকদিন পরে এই সিরিজের মাধ্যমেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। তরুণ দল আইরিশদের বিরুদ্ধে কেমন খেলে, সেইদিকে তাই বিশেষ নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
Doublin’ the intensity in Dublin ft. #TeamIndia 😎#IREvIND pic.twitter.com/xcOzf2e0oO
— BCCI (@BCCI) August 16, 2023
কাদের ম্যাচ
সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড
কবে ম্য়াচ
১৮ অগাস্ট, শুক্রবার
কোথায় ম্যাচ
দ্য ভিলেজ, ডাবলিন
কখন খেলা
ম্য়াচ শুরু রাত ৭.৩০টায়, টস তার আধ ঘণ্টা আগে রাত ৭টায়
কোথায় দেখবেন
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮-এ
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে জিও সিনেমার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং
পিচ পরিস্থিতি
ডাবলিনের মাঠের পিচ সচরাচর ব্যাটিং সহায়কই হয়ে থাকে। এই ম্যাচেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ম্যাচের শুরুর দিকে নতুন বলে ফাস্ট বোলাররা কিছু সহায়তা পেতে পারেন। তবে তারপর থেকে ব্যাটাররাই দাপট দেখাবেন বলে অনুমান করা যায়। টস জেতা বা হারা এই ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না। ম্যাচে প্রথমে ব্যাট করলে ১৮০-র আশেপাশ রান ওঠার সম্ভাবনা প্রবল।
হেড-টু-হেড
ম্যাচ- ৫
ভারত- ৫
আয়ারল্যান্ড- ০
অমীমাংসিত- ০
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লখনউ সুপার জায়ান্টসের হয়ে বিশেষ দায়িত্ব নিলেন প্রাক্তন ভারতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ