এক্সপ্লোর
Sam Konstas: ৩ বছর পর টেস্টে ছক্কা হজম করলেন বুমরা, রুটের কীর্তি স্পর্শ করা কনস্টাসকে নিয়ে হইচই
India vs Australia: ২০২১ সালের জানুয়ারির পর থেকে টেস্টে বুমরাকে আর কেউ ছক্কা মারতে পারেননি। সেখানে কনস্টাস বুমরাকে এক ওভারে জোড়া ছয় মারেন।

অভিষেকেই নজর কাড়লেন কনস্টাস। - স্যাম কনস্টাসের ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি
1/10

স্যাম কনস্টাস। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যাঁর নামই হয়তো শোনেননি অনেকে।
2/10

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অভিষেক হল ১৯ বছরের তরুণের। আর অভিষেকের মঞ্চেই জ্বলে উঠলেন ব্যাট হাতে।
3/10

ইনিংস ওপেন করতে নেমে ৬৫ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেললেন কনস্টাস। ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।
4/10

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যশপ্রীত বুমরাকে থার্ড ম্যানের ওপর দিয়ে স্কুপ করে মারা তাঁর ওভার বাউন্ডারি নিয়ে। বুমরাকে একাধিক স্কুপ মেরেছেন অজি তরুণ।
5/10

কনস্টাসের আগ্রাসী ব্যাটিং দেখে মুগ্ধ সুনীল গাওস্কর। ধ্রুপদী ব্যাটিংয়ের জন্য যিনি বিখ্যাত ছিলেন।
6/10

অথচ কনস্টাসের ডাকাবুকো মানসিকতায় মুগ্ধ সানি। বলেছেন, 'টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ের ভবিষ্যৎ হতে চলেছে কনস্টাস। ইংল্যান্ডও এরকম মানসিকতা নিয়ে ব্যাটিং করে। তবে ওরা রিভার্স শট মারে না কার্যত।'
7/10

গাওস্করের মতে, সীমিত ওভারের ক্রিকেটে ৩০ গজের বৃত্তের বাইরে দু'জন ফিল্ডার থাকার ফায়দা তুলতে অনেকে এই শট খেলেন। কিন্তু টেস্টে তিন স্লিপ, গালি, ফরওয়ার্ড শর্ট লেগ, লেগ স্লিপ থাকলে অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। সেই ফায়দাই তুলতে পারে রিভার্স শট।
8/10

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপেনার হিসাবে অভিষেক ম্যাচে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন কনস্টাস। বুমরার এক ওভারে ১৮ রান নেন তিনি। সব মিলিয়ে বুমরার ৩৩ বল খেলে ৩৪ রান করেন।
9/10

২০২১ সালের জানুয়ারির পর থেকে টেস্টে বুমরাকে আর কেউ ছক্কা মারতে পারেননি। সেখানে কনস্টাস বুমরাকে এক ওভারে জোড়া ছয় মারেন। যে নজির ইংল্যান্ডের জো রুট ছাড়া আর কারও নেই। কনস্টাস হুঙ্কার দিয়েছেন, তিনি বুমরাকেই নিশানা করবেন ভবিষ্যতেও।
10/10

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলার সময় আকাশ দীপকেও এরকম স্কুপ করেছিলেন কনস্টাস। তার আগে শেফিল্ড শিল্ডের ম্যাচেও এই শট খেলেছেন। প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের হাতে তৈরি কনস্টাস। তাঁকে ভবিষ্যতের তারকা বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরাও। - স্যাম কনস্টাসের ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি
Published at : 26 Dec 2024 08:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
