IND v PAK: মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ, কোথায়, কখন দেখবেন খেলা? মুখোমুখি লড়াইয়েই বা এগিয়ে কে?
Women's T20 World Cup 2024: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা দল।
দুবাই: টুর্নামেন্টের অন্য়তম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয়। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women's T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। ১৬০ রান তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তাই হতাশাজনক এই হারের পর দ্বিতীয় ম্য়াচে এমনিই জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামবে ভারত। উপরন্তু, ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND v PAK)।
হরমনপ্রীতদের সামনে পাকিস্তান ম্যাচ কিন্তু একেবারেই সহজ হবে না। একদিকে যেখানে বিরাট রানে হেরে -২.৯০০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে ভারত, সেখানে পাকিস্তান তালিকায় দুইয়ে। ৩১ রানে প্রথম ম্য়াচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে ফুটছে তাঁরা। তবে খাতায় কলমে অন্তত এই ম্যাচে ভারতকেই ফেভারিট মনে করা হচ্ছে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
কারা মুখোমুখি হবে?
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্মুখসমরে
কোথায় ম্যাচ?
ম্য়াচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে রবিবার, ৬ অক্টোবর, ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
ডিডি স্পোর্টস ও স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার দেখা যাবে ভারত বনাম পাকিস্তানের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচটি
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারেও অনলাইনে ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি দেখাবে
হেড-টু-হেড
মুখোমুখি সাক্ষাৎকারে পাকিস্তানের থেকে কিন্তু ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে। পড়শি দেশের বিরুদ্ধে বিশ ওভারের ফর্ম্য়াটে ওমেন ইন ব্লু মোট ১৫ বার মাঠে নেমেছে। এই ১৫টি ম্য়াচের মধ্যে ভারত ১২টিতেই জয়ের স্বাদ পেয়েছে। মাত্র তিনটি ম্য়াচ জিতেছে পাকিস্তান দল।
পিচ পরিস্থিতি
দুবাইয়ে পিচ সচরাচর ব্যাটিং সহায়ক হয়। এই ম্যাচেও এমনটাই হওয়ার সম্ভবনা। দুপুরের ম্যাচ হওয়ায় শিশিরের প্রভাব ম্যাচে কম পড়বে বৈকি। তবে সন্ধে থেকে সেই প্রভাব বাড়তে পারে। তাই টস জিতে প্রথমে বোলিং করাটা সঠিক সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৬০-র অধিক রান জয়ের জন্য় পর্যাপ্ত হতে পারে বলেও অনেকের ধারণা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গ্বালিয়রের নতুন মাঠে বসছে ভারত-বাংলাদেশ ম্যাচের আসর, কেমন থাকবে আবহাওয়া, পিচই বা হবে কেমন?