Asia Cup Final 2023: এশিয়া কাপ ফাইনালের আগেই অধিনায়ক রোহিতের সঙ্গে দীর্ঘ বৈঠক ভারতীয় টিম ম্যানেজমেন্টের
Indian Cricket Team: খবর অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সঙ্গে রোহিত শর্মার এই বৈঠক তিন ঘণ্টা ধরে চলে।
কলম্বো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2023 Final) খেলতে মাঠে নেমে পড়বে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট জিতে টিম ইন্ডিয়ার (Team India) পাঁচ বছরের ট্রফির খরা কাটানোর হাতছানি তো রয়েইছে। পাশাপাশি সামনের মাসে শুরু হতে চলা বিশ্বকাপে আগে খেতাবজয় যে দলের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য। তাই স্বাভাবিকভাবেই এই ফাইনালের দিকে গোটা ভারতীয় সমর্থকগোষ্ঠী।
এই ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হোটেল রুমে এক বৈঠক হয় বলেই খবর। এই বৈঠকে রোহিতের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে বলে খবর। রোহিত শর্মা পরের দিকেই এই বৈঠকে যোগ দেন।
এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও, আন্দাজ করা যায় বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজের (India vs Australia) দল নির্বাচন এবং এশিয়া কাপ ফাইনালের পরিকল্পনা তৈরি করার জন্যই এই বৈঠক হয়। ২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। গুজরাতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।
প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালের আগেই ভারতীয় দল কিন্তু বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছিলেন অক্ষর। কিন্তু স্টাম্পিং থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট পান গুজরাতের স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। ইনিংসের শেষ দিকে তাঁকে খোঁড়াতেও দেখা যায়।
শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করা হল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, খেতাবি লড়াইয়ে ভাঙতে পারে একাধিক রেকর্ড