India vs Australia: ওপেনিংয়ে প্রাক্তন ও বর্তমান অধিনায়ক! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার কেমন হতে পারে ভারতের একাদশ?
IND vs AUS 1st ODI: এটা নিশ্চিত যে, নতুন ওয়ান ডে ক্যাপ্টেন শুভমন গিল এবং প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের ইনিংসের সূচনা করবেন।

পারথ: ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে রবিবার, ১৯ অক্টোবর পারথে (Perth) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে। শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এবং মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া পারথের ঐতিহাসিক মাঠে প্রথম ওয়ান ডে খেলবে। ভারতীয় সময় অনুসারে সকাল ৯টায় এই ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের একাদশ কেমন হতে পারে? কারা পাবেন সুযোগ? দলে কি কোনও চমক অপেক্ষা করে রয়েছে?
শুভমন গিল এবং রোহিত শর্মা ওপেনিং করবেন
এটা নিশ্চিত যে, নতুন ওয়ান ডে ক্যাপ্টেন শুভমন গিল এবং প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের ইনিংসের সূচনা করবেন। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে হয়তো বেঞ্চেই বসতে হবে। তিন নম্বরে কিংগ কোহলির খেলাও নিশ্চিত। রোহিত এবং বিরাটের ভবিষ্যতের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।
নীতিশ কুমার রেড্ডির মিডল অর্ডারে সুযোগ মিলতে পারে
সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের চার নম্বরে এবং উইকেটকিপার কে এল রাহুলের পাঁচ নম্বরে খেলা নিশ্চিত। এইভাবে ভারতের টপ ফাইভ ব্যাটিং অর্ডার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের মতোই হবে। ছয় নম্বর জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া যেতে পারে। তিনি বিস্ফোরক ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে স্যুইং বোলিংও করতে পারেন। সব মিলিয়ে নীতিশ রেড্ডিকে হার্দিক পাণ্ড্যর মতো ভূমিকায় দেখা যেতে পারে। এর পরে অক্ষর পটেল খেলতে পারেন। অক্ষর এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে সাত নম্বরে দেখা যেতে পারে। তবে অক্ষরের দাবি বেশি জোরাল। যেহেতু তিনি দুর্দান্ত ফিল্ডারও।
বোলিং বিভাগে কুলদীপ যাদব প্রধান স্পিনার হবেন। কুলদীপ এবং অক্ষর - এই দুজন স্পিনার হিসাবে খেলবেন হয়তো। ফাস্ট বোলিংয়ে মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ মোটামুটিভাবে খেলছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার মধ্যে কোনও একজনকে দেখা যেতে পারে। গম্ভীরের প্রিয় হিসাবে পরিচিত হর্ষিতকে লড়াইয়ের বাইরে রাখা যাবে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা/প্রসিদ্ধ কৃষ্ণ।
Shubman Gill takes charge as #TeamIndia ODI Captain 🫡
— BCCI (@BCCI) October 18, 2025
Hear it from the Skipper himself as he talks about leading this team, carrying the rich legacy forward while setting up a secured team environment 👌 - By @RajalArora #AUSvIND | @ShubmanGill




















