IND vs AUS Live: বৃষ্টির জন্য খেলা আর শুরু করাই সম্ভব হল না, ব্রিসবেন ম্য়াচ পরিত্যক্ত, টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের
IND vs AUS 5th T20 Live: আজ ব্রিসবেনের গাব্বায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
LIVE

Background
তিনি বল হাতে নিলেই উইকেট তুলে নেন। তিনি বল হাতে নিলেই রেকর্ড গড়েন। তিনি জসপ্রীত বুমরা। বিশ্বের অন্য়তম সেরা পেসার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্য়াচে ব্রিসবেনে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। আর সেই ম্য়াচেই নজির গড়ার হাতছানি রয়েছে তারকা পেসারের সামনে। আর মাত্র একটি উইকেট পেলেই নতুন রেকর্ড গড়ে ফেলবেন বুমরা।
আর একটি মাত্র উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট নিয়ে ফেলবেন তারকা পেসার। আর সেক্ষেত্রে বুমরাই হবেন দেশের প্রথম পেসার যিনি তিন ফর্ম্য়াটেই একশো বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হবেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন। এখনও পর্যন্ত ৭৯টি -টোয়েন্টি ম্য়াচে মোট ৯৯ উইকেট ঝুলিতে পুরেছেন কুড়ির ফর্ম্য়াটে। ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন একটি ম্য়াচে। যা তাঁর কেরিয়ারের সেরা টি-টোয়েন্টি বোলিং স্পেল। এখনও পর্যন্ত ৫০ টেস্ট খেলতে নেমে ২২৬ উইকেট নিয়েছেন ডানহাতি তারকা পেসার। ওয়ান ডে ফর্ম্যাটে ৮৯ ম্য়াচে মোট ১৪৯ উইকেট নিয়েছেন।
ব্রিসবেনে রেকর্ড খারাপ ভারতের
সিরিজে এগিয়ে থাকলেও ব্রিসবেনে ভারতীয় দলের রেকর্ড কিন্তু একেবারেই আশানুরুপ নয়। গাব্বায় এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে ভারত। ২০১৮ সালে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে সেই ম্য়াচে চার রানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেটিও ছিল বৃষ্টিবিঘ্নিত ম্য়াচ। সেদিনের ম্য়াচে অস্ট্রেলিয়া ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলেছিল। গ্লেন ম্য়াক্সওয়েল সর্বােচ্চ ৪৬ রান করেছেন। বৃষ্টির জন্য ডিএলএস মেথড অনুযায়ী ১৭৪ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায়। জবাবে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৯ রান তুলেছিল। শিখর ধবন ৭৬ রানের ইনিংস খেলেছিলেন।
IND vs AUS Live : ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত
বৃষ্টির জন্য আর খেলা সম্ভব হল না। ব্রিসবেনে পরিত্যক্ত পঞ্চম টি-টোয়েন্টি। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় দল।
IND vs AUS Live Score: এখনও কমেনি ব্রিসবেনে বৃষ্টি
দীর্ঘক্ষণ ধরে খেলা স্থগিত। এখনও বৃষ্টি হচ্ছে। মাঠ পুরো ঢাকা কভারে। ব্রিসবেনে আদৌ কি ফের খেলা শুরু করা সম্ভব হবে?




















