India vs Australia: বুমরার স্মরণীয় সফর, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে রেকর্ড গড়ার তালিকায় সামিল কোহলি, স্মিথও
Border-Gavaskar Trophy: সিরিজ়ে ভারত হারলেও বুমরা সর্বাধিক ৩২ টি উইকেট নিয়ে সিরিজ় সেরা হয়েছেন।
নয়াদিল্লি: রবিবারই এক স্মরণীয় ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ় শেষ হয়েছে। সিডনিতে ভারতীয় দলের পরাজয়ের ফলে এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ১-৩ স্কোরলাইনে জয় পেয়েছেন প্যাট কামিন্সরা। এই স্মরণীয় সিরিজ়ে ভারতীয় দল পরাজিত হলেও কিন্তু যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) পারফরম্যান্স চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিপক্ষের ক্রিকেটাররাও বুমরার পারফরম্যান্সের প্রশংসা না করে পারেননি। ভারতীয় তারকা ফাস্ট বোলারই রেকর্ড গড়ার ক্ষেত্রে এই সিরিজ়ে সবথেকে এগিয়ে।
বর্ডার-গাওস্কর ট্রফির রেকর্ডগুলি
বিষণ সিংহ বেদীকে পিছনে ফেলে বিদেশের মাটিতে এক সিরিজ়ে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হলেন বুমরা। তিনি এই সিরিজ়ে ৩২টি উইকেট নেন। বুমরা ২০২৪ সালে টেস্টে ১৩.৭৬ গড়ে মোট ৮৬টি উইকেট নেন। যে কোনও ভারতীয় হিসাবে এক বছরে এটা সেরা। মেলবোর্নে ২০০ টেস্ট উইকেটের গণ্ডি পার করেন বুমরা। ভারতীয় ফাস্ট বোলার হিসাবে এটা দ্রুততম।
অপরদিকে, ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের কিন্তু এই সিরিজ়টা ব্যাট হাতে খুব একটা ভাল কাটেনি। তবে সিরিজ়ের শেষ ম্যাচে জ্বলে উঠেন পন্থ। সিডনিতে ১৮৪.৮৪ স্ট্রাইক রেটে ৬১ রানের ইনিংস খেলেন পন্থ। এর আগে টেস্টে এত স্ট্রাইক রেটে ৫০-র অধিক রানের ইনিংস আর কোনও ভারতীয় খেলেননি। ২৯ বলে তাঁর হাফসেঞ্চুরিও টেস্টে অজ়িদের বিরুদ্ধে ভারতীয় হিসাবে দ্রুততম। পাশাপাশি পন্থই প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে এক সিরিজ়ে ২৫টি উইকেট তুলতে সাহায্য করেন।
যশস্বী জয়সওয়াল অবশ্য তাঁর ব্যাটিংয়ে সকলকেই প্রভাবিত করেছেন। সিরিজ়ের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও ভারতের তরুণ ওপেনিং ব্যাটার। তিনি স্টার্কের বিরুদ্ধে প্রথম ওভারে ১৬ রান করেন। কোনও এক ইনিংসের প্রথম ওভারে এটাই ভারতীয় ব্যাটার হিসাবে সর্বোচ্চ।
বিরাট কোহলির গোটা সিরিজ়টা হতাশাজনক কাটলেও, শুরুটা কিন্তু ভালই হয়েছিল। পারথে দুরন্ত শতরান হাঁকান তিনি। এর সুবাদে বিরাট কোহলিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে দশটি সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটার হয়ে যান। তথাকথিত 'ফ্যাব ফোর'-র আরেক তারকা স্টিভ স্মিথও ইতিহাস গড়েছেন। অল্পের জন্য ১০ হাজার টেস্ট রান পূরণ করতে না পারলেও ষষ্ঠ অজ়ি হিসাবে ঘরের মাঠে পাঁচ হাজার টেস্ট রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে তাঁর ১১টি টেস্ট শতরান হয়ে গেল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এতগুলি টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব আর কারুর নেই।
মেলবোর্নে ১১৪ রান হাঁকানো নীতীশ কুমার রেড্ডিই প্রথম ভারতীয় ব্যাটার যে আট বা তাঁর নীচে ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি হেরেছে ভারত, তবে বুমরার মহিমায় মুগ্ধ হেড থেকে পন্টিং