KL Rahul: দিন-রাতের টেস্টে কত নম্বরে ব্যাট করবেন? বড় ইঙ্গিত দিলেন কে এল রাহুল
India vs Australia: অ্যাডিলেডে নৈশালোকের টেস্ট ম্যাচে রোহিত দলে ফিরবেন। তারপরেও কি রাহুল ইনিংস ওপেন করবেন? অধিনায়ক রোহিত ভারতের নিয়মিত ওপেনার। সেই জায়গাই কি ফিরিয়ে দেওয়া হবে হিটম্যানকে?
অ্যাডিলেড: মাঝে আর মাত্র একদিন সময়। ৬ ডিসেম্বর, শুক্রবার থেকে শুরু হতে চলেছে অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে ম্যাচের বিশেষত্ব হচ্ছে, খেলা হবে গোলাপি বলে, দিন-রাতের। সেই ম্যাচে কে এল রাহুল (KL Rahul) প্রথম একাদশে খেলবেন, জানিয়েই দেওয়া হয়েছে ভারতীয় দল থেকে। কত নম্বরে ব্যাট করবেন রাহুল? পারথে রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনিং পার্টনারশিপই ম্যাচের রং পাল্টে দিয়েছিল।
তবে অ্যাডিলেডে নৈশালোকের টেস্ট ম্যাচে রোহিত দলে ফিরবেন। তারপরেও কি রাহুল ইনিংস ওপেন করবেন? অধিনায়ক রোহিত ভারতের নিয়মিত ওপেনার। সেই জায়গাই কি ফিরিয়ে দেওয়া হবে হিটম্যানকে? রাহুলকে কি দলের তরফে জানানো হয়েছে কোথায় ব্যাট করবেন?
খোশমেজাজে রয়েছেন রাহুল। বুধবার সাংবাদিক বৈঠকে এসে রাহুল বললেন, 'আমাকে বলে দেওয়া হয়েছে আমি কত নম্বরে ব্যাট করব। সঙ্গে আমাকে এ-ও বলে দেওয়া হয়েছে যে, সেটা যেন আপনাদের না বলি।'
আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা