Head On Rohit: যাঁর জন্য বিশ্বকাপ হারিয়েছিলেন, তাঁর কাছ থেকেই বিরাট সমর্থন পেলেন 'বাবা' রোহিত
India vs Australia: পারথে প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিকদের হেড জানিয়েছেন, তিনিও রোহিতের জায়গায় থাকলে একই সিদ্ধান্ত নিতেন।
পারথ: সদ্য তাঁর পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে। পরিবারের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় (India vs Australia) ভারতীয় দলের সঙ্গে যাননি তিনি। রোহিত শর্মাকে যে কারণে সমালোচনাও হজম করতে হয়েছে।
যদিও ভারতীয় দলের অধিনায়কের পাশে দাঁড়ালেন ট্র্যাভিস হেড। সেই হেড, যাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য রোহিত শর্মার নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই হেডই এবার রোহিতের পাশে দাঁড়ালেন। জানালেন, পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন হিটম্যান। তিনি রোহিতের জায়গায় থাকলে একই কাজ করতেন বলেও জানিয়েছেন ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার।
আসন্ন বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে পারথে খেলবেন না রোহিত। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তিনি জানিয়েও দিয়েছেন যে, দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
রোহিতের সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন হেড। পারথে প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিকদের হেড জানিয়েছেন, তিনিও রোহিতের জায়গায় থাকলে একই সিদ্ধান্ত নিতেন। হেড বলেছেন, 'একশো শতাংশ একই সিদ্ধান্ত নিতাম। আমি রোহিতের সিদ্ধান্তকে সমর্থন করি। একই পরিস্থিতিতে পড়লে এই সিদ্ধান্তই নিতাম। ক্রিকেটার হিসাবে আমরা প্রচুর আত্মত্যাগ করি। আমরা বেশ সুবিধাপ্রাপ্ত জীবন যাপন করি। প্রচুর খেয়াল রাখা হয় আমাদের। তবে অন্য দিকে অনেক গুরুত্বপূর্ণ মাইলফলকের সুযোগ হারাই। তাই এই পরিস্থিতিতে পড়লে আমিও একই সিদ্ধান্ত নিতাম। এই সময় তো আর ফিরে আসবে না। আশা করছি টেস্ট সিরিজের মাঝে কোনও না কোনও সময় ও ফিরে আসবে।'
সদ্য ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হেরেছে ভারত। খোঁচা খাওয়া ভারত যে ভয়ঙ্ক হতে পারে, অস্ট্রেলীয় সতীর্থদের তা নিয়ে সতর্ক করে দিয়েছেন হেড। বলেছেন, 'আমাদের ইতিহাস দেখে থাকলে ভারতকে কেউই হিসেবের বাইরে রাখবেন না। আগের দুই সফরেও ওদের চোট আঘাতের সমস্যা ছিল। সংশয় ছিল। ওদের নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেও দারুণ পারফরম্যান্স করেছিল। ওদের দলে যারাই খেলুক না কেন, তা শক্তিশালী দলই।'
সূত্রের খবর, রোহিতের পরিবর্তে যশপ্রীত বুমরা পারথে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুন: মেসিকে নিশানা করে ছোড়া হয়েছে বোতল! ক্ষমা চাইলেন প্রতিপক্ষ শিবিরের ফুটবলার