Messi: মেসিকে নিশানা করে ছোড়া হয়েছে বোতল! ক্ষমা চাইলেন প্রতিপক্ষ শিবিরের ফুটবলার
Argentina vs Paraguay: প্যারাগুয়ের বিরুদ্ধে সেই ম্যাচেই মেসিকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। ছোড়েন প্যারাগুয়েরই একদল সমর্থক। সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার, ডিফেন্ডার ওমর আলদেরেতে।
আসুনসিয়ন: তাঁকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে চিহ্নিত করেন অনেকে। ক্লাবের জার্সিতে সাফল্যের শিখরে পৌঁছেছেন। দেশের জার্সিতেও গত কয়েক বছর ধরে সোনালি সময় কাটাচ্ছেন। আর্জেন্তিনার হয়ে জিতেছেন জোড়া কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও ফুটবল বিশ্বকাপ।
সেই লিওনেল মেসিকে (Lionel Messi) দর্শক হাঙ্গামার মুখে পড়তে হল। প্যারাগুয়ের মাঠে মেসিকে নিশানা করে ছোড়া হল বোতল। ১৫ নভেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্তিনা (Argentina vs Paraguay)। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে যা আর্জেন্তিনার প্রথম হার। যদিও ম্যাচ হেরেও বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা।
প্যারাগুয়ের বিরুদ্ধে সেই ম্যাচেই মেসিকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। ছোড়েন প্যারাগুয়েরই একদল সমর্থক। সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার, ডিফেন্ডার ওমর আলদেরেতে। তিনি জানিয়েছেন, কিংবদন্তি মেসিকে গোটা প্যারাগুয়ে ভালবাসে, শ্রদ্ধা করে। এই বিক্ষিপ্ত ঘটনায় সেই শ্রদ্ধার আসন টলানো যাবে না।
📲 🇵🇾: "Dear Messi, I want to apologize on behalf of my country for the unfortunate incident in which someone threw a bottle at you. You are a role model for millions here and around the world
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) November 15, 2024
"This deeply disrespectful act does not represent the affection and admiration we… pic.twitter.com/21ChWlTRSO
আরও পড়ুন: ১১ রানে রুদ্ধশ্বাস জয়, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলা? কী বলছে অঙ্ক?
ওমর আলদেরেতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্রিয় লিও মেসি, গোটা দেশের তরফে তোমার কাছে ক্ষমা চাইছি। একটা দুর্ভাগ্যজনক ঘটনায় তোমাকে নিশানা করে একটা বোতল ছোড়া হয়েছে। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে তুমি আদর্শ। আর শুধু প্যারাগুয়েতেই নয়, তুমি গোটা বিশ্বের আদর্শ। এই অসম্মানজনক কাজের জন্য আমাদের গভীর অনুশোচনা হচ্ছে। তোমার জন্য আমরা সকলে যে ভালবাসা ও প্রশংসা পোষণ করি, তা এই ঘটনায় প্রতিফলিত হয় না।'