IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার কুড়ির ফর্ম্য়াটের লড়াই ভারতের, কবে-কখন শুরু সিরিজ?
IND vs AUS T20: আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে।

ক্যানেবেরা: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে সফরটা একদমই ভাল হয়নি ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্য়াচ হেরে শুরুতেই সিরিজ খোয়াতে হয়েছে। শেষ ম্য়াচে সিডনিতে যদিও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই জয়ের রেশ ধরে রাখতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। ওয়ান ডে সিরিজের ম্য়াচগুলো ভারতীয় সময় সকাল ৯টায় শুরু হত। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটের ম্য়াচগুলো কিন্তু সময় বদলে যাচ্ছে।
আসলে টি-টোয়েন্টি সিরিজের ম্য়াচগুলো শুরু হবে দুপুর ১.৪৫ থেকে। তার ৩০ মিনিট আগে দুপুর ১.১৫ তে টস হবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল খেলতে নামবে টি-টোয়েন্টি সিরিজে। কিছুদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কুড়ির ফর্ম্যাটে ভারতীয় দলে দেখা যাবে অভিষেক শর্মা, তিলক বর্মা, শিবম দুবে, সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হার্দিককে পাওয়া যাবে না। চোটের জন্য তাঁকে পাওয়া যাবে না। নীতীশ রেড্ডিও ছিটকে গিয়েছেন। অন্য়দিকে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্শকে। জশ ইংলিশ, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ট্রাভিস হেড, ম্য়াথু শর্টকে নিশ্চিতভাবেই দেখা যাবে। এছাড়া শেষ দুটো ম্যাচে দেখা যাবে গ্লেন ম্য়াক্সওয়েলকেও।
প্রথম টি-টোয়েন্টি হবে ক্যানেবেরাতে। দ্বিতীয় ম্য়াচটি হবে ৩১ অক্টোবর মেলবোর্নে। তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে ২ নভেম্বর হোবার্টে। চতুর্থ ম্য়াচটি হবে ৬ নভেম্বর গোল্ড কোস্টে ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৮ নভেম্বর গাব্বায়।
সচিনকে টেক্কা কোহলির
প্রথম দুই ম্যাচে কোহলি রান না পাওয়ার প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে সিডনিতে ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে কোহলি প্রমাণ করে দিলেন 'ক্লাস ইজ় পারমানেন্ট'। এই ৭৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। রানের বিচারে কোহলি সচিনকেও টপকে গেলেন। কোহলিই বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে কোহলির রানসংখ্যা দাঁড়াল ১৮৪৪৩। সচিনে সেখানে আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে মোট ১৮৪৩৬ রান করেছেন।




















