আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Watch: চেন্নাই টেস্ট চলাকালীন মাঠেই সিরাজের কাছে ক্ষমা চাইলেন ঋষভ পন্থ, কেন?
Rishabh Pant And Mohammad Siraj: উইকেটকিপারের পরামর্শ মেনে আর ডিআরএস নেওয়ার পথে হাঁটেননি রোহিত। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি লেগস্টাম্পে লাগত। অর্থাৎ, ডিআরএস নিলে জাকির আউট হতেন।

প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছেন সিরাজ। - পিটিআই
Source : PTI
চেন্নাই: শুক্রবার বাইশ গজে বাংলাদেশের ব্যাটিংকে যখন তছনছ করছেন ভারতীয় বোলাররা, তখন মহম্মদ সিরাজের (Mohammad Siraj) কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)!
কেন?
শুক্রবার চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ছিল। এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে ভারত। জবাবে ১৪৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। চারটি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে চারশো উইকেট হয়ে গেল তাঁর। পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা।
তবে তার মাঝেই এমন এক ঘটনা ঘটল যে, সিরাজের কাছে মাঠেই ক্ষমা চাইলেন পন্থ। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বাংলাদেশের বাঁহাতি ওপেনার জাকির হাসানকে (Zakir Hasan) দুরন্ত একটি ইনস্যুইঙ্গার দেন সিরাজ। ওভার দ্য উইকেট বল করছিলেন হায়দরাবাদের পেসার। বলটি ব্যাটারের প্যাডে লাগে। সিরাজ কার্যত নিশ্চিত ছিলেন যে, তিনি উইকেট পেয়েছেন। আবেদন করার সঙ্গে সঙ্গে একই তালে উৎসবও শুরু করে দেন সিরাজ।
যদিও আম্পায়ার রড টাকার (umpire Rod Tucker) সেই আবেদনে খুব একটা গুরুত্ব দেননি। নাকচ করে দেন। মাথা নাড়িয়ে জানিয়ে দেন, নট আউট জাকির। তখন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Captain Rohit Sharma) উইকেটকিপার পন্থের (Rishabh Pant) সঙ্গে আলোচনা করেন, ডিআরএস নেবেন কি না। তবে পন্থ জানান, বলটি সম্ভবত লেগস্টাম্প মিস করত। স্টাম্প মাইক্রোফোনে তাঁকে বলতে শোনা যায়, 'হাইট নহি হ্যায়, নিকল জায়েগা লেগ সাইড।' বাংলা তর্জমা করলে দাঁড়ায়, উচ্চতা বেশি নয়, তবে বলটি লেগস্টাম্প মিস করবে।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
উইকেটকিপারের পরামর্শ মেনে আর ডিআরএস নেওয়ার পথে হাঁটেননি রোহিত। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি লেগস্টাম্পে লাগত। অর্থাৎ, ডিআরএস নিলে জাকির আউট হতেন। সিরাজের ঝুলিতে জমা পড়ত আরও একটি উইকেট।
রিপ্লে দেখে হেসে ফেলেন রোহিত। পন্থ সঙ্গে সঙ্গে মাঠের মধ্যেই হাত তুলে ভারতীয় পেসারের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
— Nihari Korma (@NihariVsKorma) September 20, 2024
তবে ভারতকে খুব বেশি ক্ষতিস্বীকার করতে হয়নি কারণ লাঞ্চের আগেই জাকিরকে ফেরান আকাশ দীপ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
