KL Rahul: কে এল রাহুলের কেরিয়ারে নতুন মোড়? কী বলছেন ভারতের ব্যাটিং কোচ?
India vs Bangladesh: ২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে ৫১টি ম্যাচ খেলেছেন রাহুল। করেছেন ২৯০১ রান। ৩৪.১২ ব্যাটিং গড় রেখে।
কানপুর: একটা সময় তাঁকে ভারতের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে চিহ্নিত করতেন কেউ কেউ। কিন্তু চোট আঘাত ও খারাপ ফর্মের জন্য দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন।
সেই কে এল রাহুলের (KL Rahul) কেরিয়ার কি এবার কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণে নয়া মোড় নেবে? ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার অন্তত মনে করেন, বদলে যেতে চলেছে রাহুলের কেরিয়ারের গতিপথ।
সাত মাস পর টেস্টের আঙিনায় ফিরে চেন্নাইয়ে ব্যাট হাতে বলার মতো কিছ করতে পারেননি রাহুল। দুই ইনিংসে তিনি করেছিলেন ১৬ ও অপরাজিত ২২ রান। যদিও ভারতীয় দলের নকশায় ভালমতোই রয়েছেন রাহুল। যদিও টেস্ট ক্রিকেটে রাহুলের ব্যাটিংয়ের সঠিক ধরন কী হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কারণ, ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের আগে দলীপ ট্রফিতে একটি ম্যাচ খেলেছিলেন রাহুল। সেই ম্যাচে প্রথম ইনিংসে ১১১ বলে ৩৭ রান করেছিলেন। তাঁর মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। এত রক্ষণাত্মক ব্যাটিং কেন করেছেন, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে ১২১ বলে ৫৭ রান করেন তিনি। ব্যাটিং বিপর্যয়ের মুখে লড়াই করেন। যদিও ইন্ডিয়া বি-র কাছে হেরে যায় ইন্ডিয়া এ।
কানপুরে দ্বিতীয় টেস্টের আগের দিন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, 'ভারতের হয়ে খেললে অনুপ্রেরণা এমনিই থাকে। মাঝে মধ্যে সঠিক দিশার দরকার হয়। আমি কে এলের সঙ্গে গত কয়েকদিন অনেকটা সময় কাটিয়েছি। আমার মনে হয় ও এমন একজন যে নিজের খেলা খুব ভাল বোঝে। জানি কিছু কিছু সময় আসে মানুষ যখন নিজের পায়ের তলার জমিটা বুঝতে পারে। দক্ষিণ আফ্রিকায় ও ভারতের হয়ে দারুণ সব ইনিংস খেলেছে।'
আরও পড়ুন: ভারতের প্র্যাক্টিসে লেগস্পিন করে তাক লাগিয়ে দিলেন বিধ্বংসী ব্যাটার, ভিডিও ভাইরাল
২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে ৫১টি ম্যাচ খেলেছেন রাহুল। করেছেন ২৯০১ রান। ৩৪.১২ ব্যাটিং গড় রেখে। ওপেনার হিসাবেই বেশিরভাগ ম্যাচে খেলেছেন। ৭৫ ইনিংসে করেছেন ২৫৫১ রান। সাতটি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি করেন। তবে ব্যাটিং অর্ডারের অন্য জায়গায় সেভাবে ধারাবাহিক নন রাহুল। তিন নম্বরে ৫ ইনিংসে মাত্র ৮৮ রান করেছেন। ৪, ৫ বা ৬ নম্বরেও ঈর্ষণীয় কিছু করতে পারেননি।
নায়ার বলেছেন, 'আমি আশাবাদী যে, গৌতি ভাইয়ের প্রশিক্ষণে, আমার সঙ্গে কাজ করে ও ঘুরে দাঁড়াবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করেছে, সেটাই আমরা চাই। যদিও দ্বিতীয় ইনিংসে সেভাবে সুযোগ পায়নি, তবে ওর মনোভাবটা ভাল লেগেছে।'
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।