IND vs BAN: রান তোলার গতি বাড়ানোর জন্য স্যামসনকে বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
Sanju Samson: ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর নিজের জায়গা সেভাবে করতে পারেননি পাকাপাকিভাবে সঞ্জু। গ্বালিয়রে শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি।
গ্বালিয়র: আরও একটি সুযোগ পেলেন। কিন্তু সেটাও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) প্রথম ম্য়াচে ১৪ বলে ২৯ রানের ইনিংস খেললেন। কিন্তু ওপেনিংয়ে নেমেও বড় রান করতে পারলেন না। হেডকোচ গৌতম গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্ট স্যামসনকে ওপেনিংয়ে নামানাের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক শর্মার সঙ্গে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর নিজের জায়গা সেভাবে করতে পারেননি পাকাপাকিভাবে সঞ্জু। গ্বালিয়রে শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি।
প্রাক্তন ভারতীয় ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, ''স্যামসনকে নিয়ে কথা বলতেই হবে। অভিষেক শুরুতে দুর্দান্ত খেলছিল। কিন্তু ও রান আউট হয়ে যায়। কিন্তু স্য়ামসন দায়িত্ব নিয়ে সুন্দরভাবেই খেলছি। ও বেশি জোড়ে শট মারার চেষ্টা করেনি কখনওই। ওর খেলা ভাল লেগেছে। কিন্তু আমি একটা বিষয়ই বলব যে কিছুটা আগ্রাসী মেজাজে ওকে খেলতে হবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। আরও কিছু বেশি রান করতে হবে ওকে। নইলে টিম ম্যানেজমেন্ট কিন্তু স্যামসনকে বসিয়ে দেবে। হয়ত নইলে ওকে ব্যাটিং অর্ডারেও কখনও ওপরে, কখনও নীচে রাখা হবে।"
স্যামসন এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলেও ছিলেন। কিন্তু পুরো টুর্নামেন্টে কোনও ম্য়াচই খেলার সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সুযোগ মিলেছে। আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করলেও দেশের জার্সিতে নিজের নাম পাকাপাকিভাবে জাতীয় দলে জায়গা করাতে পারেননি স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাকি ২ ম্য়াচে কেমন পারফর্ম করেন স্যামসন সেটাই এখন দেখার।
এদিকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল গাওস্কর। কানপুরে দুরন্ত জয়ের জন্য যাঁরা টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করছেন, তাঁদের 'পা-চাটা' বলে তীব্র ভাষায় আক্রমণ শানান প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি নিজের কলামে লেখেন, 'গত বছর ভারতেই দেখা গিয়েছিল যে ওই (বাজ়বল) মনোভাবের ক্রিকেট টেস্টে সবসময় কার্যকরী হয় না। এক, দুইটো ম্যাচে প্রতিপক্ষকে চমকে দিতে পারে অবধি। মনে রাখতে হবে পথটা কিন্তু রোহিত দেখিয়েছিল। অখচ অতীতের কিছু শক্তি গম্ভীরের নামে এটার গামবল নামকরণ করেছেন।'
আরও পড়ুন: ''রান তখনই আসবে, যখন বুদ্ধি কাজে লাগাবে...'', অভিষেকের রান আউট নিয়ে ক্ষুব্ধ মেন্টর যুবরাজ