India vs Bangladesh: কোনওক্রমে অশ্বিনের রান পারল করলেন শাকিবরা, বুমরাদের দৌরাত্ম্যে ১৪৯ রানেই শেষ বাংলাদেশ
IND vs BAN 1st Test: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নিলেন যশপ্রীত বুমরা।
![India vs Bangladesh: কোনওক্রমে অশ্বিনের রান পারল করলেন শাকিবরা, বুমরাদের দৌরাত্ম্যে ১৪৯ রানেই শেষ বাংলাদেশ india vs Bangladesh test Bangladesh all out for 149 runs jasprit bumrah among top wicket takers India vs Bangladesh: কোনওক্রমে অশ্বিনের রান পারল করলেন শাকিবরা, বুমরাদের দৌরাত্ম্যে ১৪৯ রানেই শেষ বাংলাদেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/20/a4ea0f4b9108dee3eabf8c34e58cebac1726830474839507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) প্রথম ইনিংসে মূলত ভারতীয় ফাস্ট বোলারদের দৌরাত্ম্যে ১৪৯ রানেই অল আউট ওপার বাংলার দল। ভারতের হয়ে সর্বাধিক চার উইকেট নিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আকাশ দীপ, রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সিরাজ দুইটি করে উইকেট নিলেন।
বাংলাদেশের হয়ে একাধিক ব্যাটার শুরুটা করেও, বড় রান করতে পারলেন না। দলের হয়ে সর্বাধিক ৩২ রানের ইনিংস খেলেন শাকিব আল হাসান। তাঁর ও লিটন দাসের অর্ধশতরানের পার্টনারশিপ বাদে বাংলাদেশি ব্যাটাররা গোটা ইনিংসে তেমন বলার মতো কোনও পার্টনারশিপও গড়তে পারেনি। এই কারণেই মূলত ভুগতে হল শান্তদের।
Innings Break!
— BCCI (@BCCI) September 20, 2024
Four wickets for Bumrah and two apiece for Siraj, Akash Deep and Jadeja as Bangladesh are all out for 149 runs.
Trail by 227 runs.
Scorecard - https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/hT7IKyTlqW
বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই শাদমান ইসলামকে বোল্ড করেন বুমরা। আকাশ দীপ পর পর বলে মোমিনুলকে শূন্য ও জাকির হাসানকে তিন রানে ফেরালে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। লাঞ্চের পরেও ভারতীয় বোলারদের দাপট অব্যাহত থাকে। দলের হয়ে খানিকটা লড়াই করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাঁকে ২০ রানে ফেরান মহম্মদ সিরাজ। মুশফিকুর রহিম আট রানে ফিরলে ৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট বিপাকে পরে যায় ওপার বাংলার দল।
তবে তখনও ক্রিজে উপস্থিত ছিলেন লিটন ও শাকিব। লিটন সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। অনবদ্য শতরানে দলকে জিতিয়েছিলেন দ্বিতীয় টেস্ট। তাঁর থেকে ফের একবার এমন কিছুরই আশায় ছিলেন বাংলাদেশি সমর্থকরা। আর অপরপ্রান্তে অভিজ্ঞ শাকিব তো ভরসার অপর নাম। দুইজনে মিলে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন। তবে হঠাৎই এক স্যুইপ আর তাতেই উইকেট হারালেন তিনি। ২২ রানে সাজঘরে ফেরেন লিটন। শাকিবও রিভার্স স্যুইপ মারতে গিয়ে ৩২ রানে আউট হন।
৫১ রানের পার্টনারশিপের পর ২১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। ওপার বাংলার দলকে ফলো অন করাতে পারবে কি না, সেই নিয়েই চিন্তাভাবনা করছিল হয়তো ভারতীয় সাজঘর। চা বিরতির পর শেষ দুই উইকেট তুলতে খুব একটা কষ্ট করতে হয়নি। বুমরার নিখুঁত ইয়র্কার ১১ রানে তাসকিনের উইকেট ভেঙে দেয়। বড় মারতে গিয়ে বোল্ড হন নাহিদ রানাও। শেষ হয় বাংলাদেশের ইনিংস। অপরদিকে, ২৭ রানে অপরাজিতই থেকে যান মেহেদি হাসান মিরাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় কোচেরা এবার রাজস্থানে, ফের দ্রাবিড়ের সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম রাঠৌর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)