South 24 Parganas: চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর | ABP Ananda Live
ABP Ananda Live: চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয়েছিল ৫ দিনের সাংস্কৃতিক
অনুষ্ঠান ও মেলা। মেলায় বিদ্যুৎ-চালিত নাগরদোলায় উঠেছিলেন কুমিরমারির বাসিন্দা তিন তরুণী। স্থানীয় সূত্রে খবর, আচমকা চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়েন তাঁরা। গুরুতর জখম হন সায়ন্তনী মণ্ডল নামে এক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়েছে। নাগরদোলায় যান্ত্রিক ত্রুটি নাকি সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা? নাগরদোলার মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা মদনের ? যা দাবি সুকান্তের...
আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করছেন মদন মিত্র ? জোরাল হচ্ছে সেই জল্পনা। বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, 'টার্গেট ভাইপোই মনে হচ্ছে।' এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন সামলানো নিয়েও, মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জল্পনা উস্কে দিয়েছিল।
আইপ্য়াককে তীব্র আক্রমণ। চিরদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে থাকার বার্তা। একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। ভোট কুশলী সংস্থা আই প্য়াককে আক্রমণের মধ্য়ে দিয়ে কি দলেরই বিশেষ কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র ?
তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার রাশ নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্য়েই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। তিনি বলেছেন, "পার্টির লোকেরা বলছেন, বাইরের লোকেরা বলছেন, তুমি কি অভিষেকের ? তুমি কি মমতার ? অভিষেক অনেক বয়সে ছোট। দলের সাধারণ সম্পাদক হয়েছেন, মাঝে মাঝে ওঁর ট্যুইট দেখি। অসুস্থ ছিলেন, বিদেশেই ছিলেন অনেকদিন। রোডে নেবে কতখানি কি করতে পারবেন ! মাঝেমধ্যে ফোন করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি, এটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।"



















