KL Rahul Century: লিডসে রাহুল-রাজ, টেস্ট ক্রিকেটে নবম সেঞ্চুরিতে চাপ বাড়ালেন ইংল্যান্ডের
India vs England Test: দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন রাহুল। করলেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি। ভাল জায়গায় পৌঁছে গেল ভারতও।

লিডস: প্রথম ইনিংসে জমাট দেখাচ্ছিল তাঁকে। কিন্তু ৪২ রান করে আচমকাই আউট হয়ে যান। ড্রেসিংরুমে বসে বসে কে এল রাহুলকে (KL Rahul) দেখতে হয়েছিল, তিন সতীর্থ - যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ সেঞ্চুরি করছেন।
দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন রাহুল। করলেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি। ভাল জায়গায় পৌঁছে গেল ভারতও। ইংল্যান্ডের চেয়ে আড়াইশোর রানের লিড হয়ে গিয়েছে। হাতে এখনও সাত উইকেট।
কে এল রাহুল একবার জীবন পেয়েছেন । তিনি তখন ৫৮ রানে ব্যাট করছিলেন । টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন । জশ টাংয়ের বল থার্ডম্যান বাউন্ডারিতে পাঠাতে গিয়ে গালিতে ক্যাচ তুলে বসেন রাহুল । তবে বল তালুবন্দি করতে পারেননি হ্যারি ব্রুক । ক্যাচ ফেলে দেন । তারপর আর কোনও সুযোগ দেননি রাহুল ।
টেস্ট ক্রিকেটে একটা নতুন মাইলফলকও হল। লিডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের চার ব্যাটার সেঞ্চুরি করলেন । যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মোটে দুবার হল। ২০০৭ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতের চার ব্যাটার সেঞ্চুরি করেছিলেন । সেই কীর্তির ১৮ বছর পর ফের এক টেস্টে ভারতের চার ব্যাটারের সেঞ্চুরি ।
💯 𝙛𝙤𝙧 𝙆𝙇 𝙍𝙖𝙝𝙪𝙡! 👏 👏
— BCCI (@BCCI) June 23, 2025
His 9⃣th TON in Test cricket 🙌 🙌
What a wonderful knock this has been! 👌 👌
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#TeamIndia | #ENGvIND | @klrahul pic.twitter.com/XBr9RiheBR
সেঞ্চুরিতে পৌঁছনোর জন্য ২০২ বল নিলেন রাহুল। ১৩টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। সুনীল গাওস্কর কয়েকদিন আগেই বলেছিলেন যে, রাহুলের যা প্রতিভা, তার প্রতি সুবিচার করতে পারেননি। গাওস্কর বলেছিলেন, রাহুলের সেরাটা আসা এখনও বাকি। গাওস্কর যে ভুল বলেননি, লিডসে কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তার প্রমাণ দিলেন রাহুল।
A spirited ton from KL Rahul to put India in a promising position in Headingley 🙌#ENGvIND 📲: https://t.co/FXxW1HkGLm pic.twitter.com/XRHU2JYAC8
— ICC (@ICC) June 23, 2025
রাহুলের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত ওয়াসিম জাফর। প্রাক্তন ভারতীয় ওপেনার এক্স হ্যান্ডলে লিখেছেন, 'রাহুলের ব্যাটিং দেখা মানে যেন এমসিসি ব্যাটিং ম্যানুয়াল দেখা। এমন ঘরানার ব্যাটার ও। দারুণ ইনিংস।'




















