India vs England 2nd Test: ২২ গজে শুভমনের অনবদ্য ডাবল সেঞ্চুরি, মাঠে বসেই চাক্ষুষ করলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল হল ছবি
Vaibhav Suryavanshi: মাত্র কয়েক ঘণ্টা আগেই বৈভব নিজেই ইংল্যান্ডের মাটিতে ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন।

বার্মিংহাম: বর্তমানে বিলেতের মাটিতে পুরোদমে চলছে ভারত বনাম ইংল্যান্ডের ২২ গজের লড়াই। শুধু ভারতীয় পুরুষ দল যে ইংল্যান্ডে খেলছে, তাই নয়, ভারতীয় মহিলা দল, ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও ইংল্যান্ডের মাটিতে খেলছে। এমনকী বিশেষভাবে সক্ষম ভারতীয় দলেরও সিরিজ় আয়োজিত হয়েছে সেখানে। ইংল্যান্ডে তাই শুভমন গিলদের পাশাপাশি উপস্থিত রয়েছে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সফর করা বৈভব সূ্র্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুষ মাত্রেরাও। বৃহস্পতিবার, সেই বৈভবদের দেখা গেল এজবাস্টনে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে (India vs England 2nd Test) নিজের অনবদ্য ২৬৯ রানের ইনিংস খেলেন বার্মিংহামের মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শুভমন গিল। তাঁর সেই ইনিংস দেখতে মাঠে উপস্থিত ছিল ভারতীয় দলের ছোটরাও। তাঁদের মধ্যে অন্যতম হল বৈভব সূর্যবংশী। গিলের দ্বিশতরান ও ভারতীয় দলের ৫০০ রানের গণ্ডি পার করার পরপরই এজবাস্টনের স্ট্যান্ডে বসা থাকা বৈভবকে ফ্রেমবন্দি করতে সক্ষম হন ক্যামেরাম্য়ান। বিসিসিআইয়ের তরফেই দাদাদের ম্যাচ মাঠে বসে দেখার জন্য বৈভবদের সুযোগ করে দেওয়া হয়েছিল। মাঠে বৈভবের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক তথা সিএসকে তরুণ আয়ুষ মাত্রেও মাঠে উপস্থিত ছিল।
support your seniors 💗🇮🇳 pic.twitter.com/938Y9FotP8
— Rajasthan Royals (@rajasthanroyals) July 3, 2025
বৈভব কিন্তু নিজেও বর্তমানে বেশ ভাল ছন্দে রয়েছে। দুরন্ত আইপিএলের পর ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ওয়ান ডেতে বৈভব ৮৬ রানের ইনিংস খেলে। তাও আবার মাত্র ৩১ বলে। সে প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ ও দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে। আগের দুই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হয়েছিল বৈভবের। তবে ১৪ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার তৃতীয় ম্যাচে অর্ধশতরানের সুযোগ হাতছাড়া করেনি।
নর্দাম্পটনে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল। বৃষ্টির কারণে এই ম্যাচে ওভারের সংখ্যা কমিয়ে ৪০ করা হয়। ম্যাচে সূর্যবংশী মাত্র ২০ বলে তার অর্ধশতরান পূরণ করে। বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে । ম্যাচে মাত্র ৩১ বলে ৮৬ রান করে বৈভব । এই ইনিংসে তার ব্যাট থেকে ৬টি চার এবং ৯টি ছয় আসে। তার ব্যাট এমনভাবে গর্জে ওঠে যে, ২৭৭-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিহারের বিস্ময় কিশোর।
বৈভবের ব্যাটিংয়ে ভর করেই বেশ একটা চ্যালেঞ্জিং টোটাল সহজেই পার করে ফেলে ভারত। সিরিজ়ে ২-১ এগিয়েও যায় টিম ইন্ডিয়ার জুনিয়ররা।




















