IND vs ENG 4th Test Live: আকাশদীপের ৩ শিকার, রুটের সেঞ্চুরি, রাঁচি টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭
India vs England 4th Test: পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-১ এগিয়ে রয়েছে ভারতীয় দল।
LIVE
Background
রাঁচি: বাজ়বল (Bazball) জমানায় কোনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে সাতটি টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে। ড্র করেছে বাকি তিন সিরিজ (IND vs ENG)। ইংরেজদের যে দর্পচূর্ণ করার সুযোগ ভারতের হাতে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। রাজকোটে ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া।
সিরিজের শুরুর দিকে ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে রোহিত শর্মা, শুভমন গিলরা রানে ফেরার পর এবং সরফরাজ খান ও ধ্রুব জুরেলরা সুযোগ পেয়েই নিজেদের প্রমাণ করায় সেই থরহরিকম্প কেটে গিয়েছে। আর আইসিং অন দ্য কেক যশস্বী জয়সওয়াল। চলতি সিরিজে যিনি দুটি ডাবল সেঞ্চুরি করে বসে আছেন। সব মিলিয়ে ভারতের ব্যাটিং এই মুহূর্তে বেশ শক্তিশালী।
তবে রাঁচিতে ভারতের বোলিং শক্তি নিয়ে সংশয় থাকছে। চোটের জন্য মহম্মদ শামি গোটা সিরিজেই নেই। আইপিএলেও তিনি খেলতে পারবেন না। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ১৭ উইকেট নিয়ে চলতি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাই। তাঁর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের সঙ্গে ভারতের জোরে বোলিং আক্রমণ সামলাবেন কে? বাংলার দুই পেসার দলে। মুকেশ কুমার ও আকাশ দীপ। তবে ভারতের নেট প্র্যাক্টিস থেকে যা ইঙ্গিত, তাতে আকাশ দীপের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি।
রাঁচির বাইশ গজ নিয়েও চলছে চর্চা। যে উইকেট দেখে বেন স্টোকস বলেছেন, 'এরকম উইকেট আগে দেখিনি।' জানা গেল, উইকেট শুকনো। ফাটলও রয়েছে। ম্যাচ যত গড়াবে, সেই ফাটল আরও বাড়বে। বল ঘুরবে, লাফাবে। ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্পিনারদের ভূমিকা।
ইংল্যান্ডের মিডল অর্ডার নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। বুমরা না থাকায় অবশ্য কিছুটা স্বস্তি পাবে ইংরেজ শিবির। বিশেষ করে জো রুট। ১৩ টেস্টে ৯ বার বুমরার শিকার রুট। চলতি সিরিজেই তিনবার রুটকে ফিরিয়েছেন বুমরা। চলতি সিরিজে ৬ ইনিংসে ৭৭ রান করেছেন রুট। ব্যাটিং গড় ১২.৮৩। যা কোনও টেস্ট সিরিজে তাঁর কেরিয়ারে সবচেয়ে খারাপের তালিকায় দ্বিতীয়। পাশাপাশি ইংল্যান্ড শিবিরকে চনমনে করে তুলেছে স্টোকস বোলিং শুরু করায়।
সব মিলিয়ে মহেন্দ্র সিংহ ধোনির শহরে আগামী পাঁচদিন ধুন্ধুমার ক্রিকেটীয় টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
IND vs ENG Live Updates: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭
দিনের শেষ ওভারে বল করতে এলেন যশস্বী জয়সওয়াল। ৭ উইকেট হারিয়ে তিনশো রানের গণ্ডি পেরল ইংল্যান্ড। রুটের সঙ্গে ক্রিজে অপরাজিত থাকলেন ওলি রবিনসন।
IND vs ENG Live: ইংল্যান্ডের স্কোর ২৮৯/৭
৮৭ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৮৯ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। শতরান করে ক্রিজে আছেন জো রুট। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওলি রবিনসন।
IND vs ENG Live Updates: শতরান হাঁকালেন রুট
ফর্মে ফিরলেন জো রুট। চলতি সিরিজে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। আকাশ দীপকে বাউন্ডারি হাঁকিয়ে পূরণ করলেন রুট। ইংল্যান্ডের স্কোর ৮৪ ওভার শেষে ২৭৯/৭।
IND vs ENG Live: হার্টলিকে ফেরালেন সিরাজ
টম হার্টলিকে ফেরালেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের স্কোর ২৪৬/৭।
IND vs ENG Live Updates: আউট ফোকস
পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ সিরাজ। ৪৭ রান করে জাডেজার হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন বেন ফোকস।