India vs England: ভারত-ইংল্যান্ড সিরিজ় শুরুর আগেই চোটশঙ্কা! অনুশীলনে আঘাত পেলেন করুণ নায়ার
Karun Nair: প্রসিদ্ধ কৃষ্ণের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় বল মিস করেন করুণ এবং তা সোজা গিয়ে পাঁজরের কাছাকাছি তলপেটে আঘাত পান।

লিডস: প্রায় আট বছরের অপেক্ষা। তবে সব ঠিকঠাক থাকলে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার, ২০ জুনই ফের একবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারেন করুণ নায়ার (Karun Nair), বহু বিশেষজ্ঞই এমনটা মনে করছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND 1st Test) প্রথম টেস্টের ঠিক আগেই বিপত্তি। ভারতীয় অনুশীলনে চোট পেলেন করুণ নায়ার।
করুণ নায়ার ব্যাটিংয়ের সময় পাঁজরের কাছাকাছি তলপেটে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আঘাত পান। নেটে সময় প্রসিদ্ধের বিরুদ্ধে ব্যাটিং করার সময় করুণ ব্যাটে, বলে করতে ব্যর্থ হন এবং বল তাঁর শরীরে গিয়ে লাগে। প্রাথমিকভাবে অভিজ্ঞ ক্রিকেটারকে বেশ খানিকটা ব্যথাতেই দেখা যায়। তবে সময়ের সঙ্গে তাঁর ব্যথা কমে এবং করুণ ব্যাটিংও করেন।
তবে একটা বিষয় নিশ্চিত করুণ বজ্রকঠিন মানসিকতার। যে মানসিকতা, লড়াই মুগ্ধ করেছে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে। গম্ভীর বলেন, 'প্রত্যাবর্তন ঘটানোটা কখনই সহজ নয়। গত বছর দুরন্ত পারফরম্যান্সের পর সাত বছর পর একজন জাতীয় দলে ফিরেছে। গত বছরে নিঃসন্দেহে তুমি প্রচুর রান করেছ। তবে তোমার হার না মানসিকতা, অদম্য লড়াইই তোমাকে দলে ফিরতে সাহায্য করেছে। গোটা বিশ্বকে এটা উদ্বুদ্ধ করবে।' তাই এই আঘাত খুব গুরুতর না হলে করুণ কিন্তু মাঠে নামার জন্য় মরিয়া হবেন।
তিনি বেশ ভাল ছন্দেও রয়েছেন। ভারতীয় 'এ' দলের হয়ে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ব্যাটে নেমে দ্বিশতরানও হাঁকান করুণ নায়ার। পাশাপাশি তাঁর অতীতে কাউন্টি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা রয়েছে, যা তাঁর জন্য আসন্ন সিরিজ়েও লাভদায়ক হবে বলেই মনে করছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু কেএল রাহুল।
প্রসঙ্গত, মঙ্গলবারই গোটা ভারতীয় দল লিডসে পৌঁছে গিয়েছে। প্রথম টেস্টের আগে দুইটি অনুশীলন সেশন হবে ভারতীয় দলের। তার মধ্যে প্রথমটি আয়োজিত হয় বুধবার। সেই অনুশীলনে মজাদার ফিল্ডিং ড্রিলের পর কড়া অনুশীলন শুরু হয়। নেটে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল সর্বপ্রথম ব্যাটিং করেন বল হাতে দেখা যায় মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাকে। দুই তারকা বোলারকেই বুধবার বেশ ছন্দে দেখায়। এরপর অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক পন্থকে ব্যাটিংয়ে দেখা যায়। বুমরার বিরুদ্ধে এদিন রাহুল, পন্থ, যশস্বী, কেউই তেমন ছন্দে ব্যাটিং করতে পারেননি। তবে শুভমন গিলকে কিন্তু বেশ ছন্দে দেখায়। তিনি বেশ ভালভাবেই ব্যাটিং অনুশীলন সারেন।




















