India vs England: নেই পন্থ, যশস্বী, শুভমন, আর কাদের ছাড়া ঘোষণা করা হল ভারতের টি-২০ দল?
Jasprit Bumrah: যদিও টি-২০ সিরিজের দল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ঋষভ পন্থ-সহ বেশ কয়েকজন ক্রিকেটার দলে না থাকায়।

মুম্বই: শনিবারের অপেক্ষায় ছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দল নির্বাচন ছিল। অনেকে ভেবেছিলেন, ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দলও ঘোষণা করে দেবে ভারত। যদিও শেষ পর্যন্ত শুধু টি-২০ সিরিজের দল ঘোষণাই করলেন নির্বাচকেরা। ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল শনিবার ঘোষণা করা হয়নি।
যদিও টি-২০ সিরিজের দল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ঋষভ পন্থ-সহ বেশ কয়েকজন ক্রিকেটার দলে না থাকায়।
যশপ্রীত বুমরা টি-২০ সিরিজের দলে নেই। যেটা অনেকটা প্রত্যাশিতই ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফির শেষ ম্যাচে সিডনিতে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। তাঁর চোট কতটা গুরুতর, এখনও সেটা পর্যবেক্ষণ করে দেখছেন বিশেষজ্ঞরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে বুমরার জন্য আরও অপেক্ষা করা হবে বলে খবর বোর্ড সূত্রে।
তবে পন্থকে না দেখে অনেকে বেশ অবাক। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও কেলেছিলেন। তবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। একইভাবে দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে। মনে করা হচ্ছে, তাঁদের তিনজনকেই বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। টানা ক্রিকেটের ধকল থেকে রেহাই দিতে।
উইকেটকিপার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামস ও ধ্রুব জুরেলকে। ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পরাগের কাঁধে চোট রয়েছে। তাই তাঁকেও দলে রাখা হয়নি।
গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকাকে যে ভারতীয় দল ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজে হারিয়েছিল, সেই দলের সদস্যদের মধ্যে থেকে বাদ গিয়েছেন রামনদীপ সিংহ, জিতেশ শর্মা, আবেশ খান, যশ দয়াল ও বিজয়কুমার বৈশাখ। তাঁদের পরিবর্তে নেওয়া হয়েছে নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরকে। দলে ফিরেছেন মহম্মদ শামি। যিনি ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর চোট সমস্যায় জাতীয় দলের বাইরে ছিলেন।
অক্ষর পটেলকে দলের সহ অধিনায়ক করা হয়েছে। এর আগের দুটি টি-২০ সিরিজে কাউকেই সহ অধিনায়ক হিসাবে রাখা হয়নি। শ্রীলঙ্কায় টি-২০ সিরিজে এই দায়িত্বে ছিলেন গিল।
আরও পড়ুন: দেড় বছর পর ফিরলেন শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে একাধিক চমক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
