India vs England: কুয়াশায় অন্ধকার চারপাশ, বিমান পরিষেবাও বিপর্যস্ত, কখন কলকাতা ছাড়লেন সূর্যকুমাররা?
Eden Gardens: কলকাতায় থাকা ভারত ও ইংল্যান্ড (India vs England) ক্রিকেট দলের অন্দরমহলেও বৃহস্পতিবার সকাল থেকে ছিল উদ্বেগের আবহ।

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় যেন রাতের আঁধার। সূর্যোদয়ও দেখা গেল না। কুয়াশায় মোড়া চারপাশ।
আর ঘন কুয়াশার কারণে স্বাভাবিক রইল না বিমান পরিষেবাও। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, কলকাতাগামী ১২টি বিমান রাঁচি, ভুবনেশ্বর, চেন্নাই ও হায়দরাবাদে পাঠানো হয়। উন্নত মানের রানওয়ে থাকলেও কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারেনি।
কলকাতায় থাকা ভারত ও ইংল্যান্ড (India vs England) ক্রিকেট দলের অন্দরমহলেও বৃহস্পতিবার সকাল থেকে ছিল উদ্বেগের আবহ। বৃহস্পতিবারই কলকাতা থেকে চেন্নাই উড়ে যাওয়ার কথা ছিল দুই দলের ক্রিকেটারদের। ২৫ জানুয়ারি, শনিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিন্তু ঘন কুয়াশায় বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যস্ত কলকাতার বিমান পরিষেবা। সেই খবর পৌঁছে গিয়েছিল দুই শিবিরেই। স্বাভাবিকভাবেই কলকাতা থেকে চেন্নাই যাওয়া নিয়েই উৎকণ্ঠা তৈরি হয়েছিল ভারত ও ইংল্যান্ড - দুই শিবিরেই।
বেলার দিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র মারফত জানা যায়, একটি-দুটি করে বিমান ওঠানামা করলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। ভারত ও ইংল্যান্ড - দুই দলের তরফেই বিমানবন্দর কর্তৃপক্ষ ও উড়ান সংস্থার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হয়।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার কখন কলকাতা থেকে বেরলেন সূর্যকুমার-হার্দিক পাণ্ড্য, গৌতম গম্ভীর, জস বাটলার, ব্রেন্ডন ম্যাকালামরা? সিএবি-র তরফে ভারত ও ইংল্যান্ড - দুই দলের স্থানীয় ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছিল দুই ক্লাব কর্তা - সঞ্জয় দত্ত ও সুরজিৎ লাহিড়ীকে। তাঁরা জানালেন, বিমান পরিষেবা নিয়ে উদ্বেগ থাকলেও নির্ধারিত সময়েই শহর ছেড়েছেন দুই দলের ক্রিকেটারেরাই। কলকাতা বিমানবন্দরে দুপুর দেড়টা নাগাদ পৌঁছে যান দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ভারত ও ইংল্যান্ড - দুই শিবিরের ক্রিকেটারদেরই একই বিমানে চেন্নাই উড়ে যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা
শেষ পর্যন্ত দুপুর ২.৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন সূর্য-হার্দিক, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, হ্যারি ব্রুক, জোফ্রা আর্চার-সহ ভারত ও ইংল্যান্ডের সব ক্রিকেটারেরাই। শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দুই দলের ক্রিকেটারদের প্র্যাক্টিস করার কথা। শনিবার টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য মাঝে মাত্র একদিনই সময় পাচ্ছে দুই দল।
আরও পড়ুন: ইডেনে ভারত খেলালই না শামিকে! বিস্ময় আর হাহুতাশের আবহে কী ব্যাখ্যা সৌরভের?




















