Sourav On Shami: ইডেনে ভারত খেলালই না শামিকে! বিস্ময় আর হাহুতাশের আবহে কী ব্যাখ্যা সৌরভের?
India vs England: মহম্মদ শামিকে (Mohammed Shami) বুধবার একাদশে জায়গাই দিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেন্সে একমাত্র পেসার হিসাবে খেলানো হল অর্শদীপ সিংহকে (Arshdeep Singh)।

সন্দীপ সরকার, কলকাতা: প্রায় ১৪ মাস পর তিনি জাতীয় দলে ফিরেছেন। টিম ইন্ডিয়ার জার্সি পরে তাঁর প্রত্যাবর্তনের আদর্শ মঞ্চ হতে পারত ইডেন গার্ডেন্সেই (Eden Gardens)। যে মাঠে খেলে জাতীয় ক্রিকেটে তাঁর পরিচিতি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা যাঁর উত্থান, আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা।
অথচ সেই মহম্মদ শামিকে (Mohammed Shami) বুধবার একাদশে জায়গাই দিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেন্সে একমাত্র পেসার হিসাবে খেলানো হল অর্শদীপ সিংহকে (Arshdeep Singh)। সঙ্গে দুই পেসার অলরাউন্ডার - হার্দিক পাণ্ড্য ও নীতীশ কুমার রেড্ডি। ম্য়াচে যদিও নীতীশকে দিয়ে বল করানো হয়নি। তবে অর্শদীপ ও হার্দিক - দুজনই ৪ ওভারের কোটা সম্পূর্ণ করেছেন। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট। যদিও হার্দিক ৪ ওভারে খরচ করেছেন ৪২ রান।
ইডেনে খেলা দেখতে আসা প্রায় ৫৫ হাজার মানুষের অনেকেই যদিও আক্ষেপ করছিলেন শামিকে ভারতের একাদশে না দেখে। হাহুতাশ করছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। যাঁদের অনেকেই মাঠে এসেছিলেন শামির বোলিং দেখবেন বলে। ওয়ার্ম আপের সময় পুরো রান আপ নিয়ে বল করছিলেন ডানহাতি পেসার। কিন্তু টসের পর সূর্যকুমার যাদব যখন প্রথম একাদশে শামির না থাকার কথা ঘোষণা করলেন, অনেকেরই বিশ্বাস হচ্ছিল না।
কেন শামিকে খেলানো হল না? ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে অভিষেক শর্মা বললেন, 'সম্ভবত টিম কম্বিনেশন আর পরিবেশ, পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।'
যদিও তাতে প্রশ্ন ওঠা থামছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে রাখা হয়েছে শামিকে। চোট সারিয়ে যশপ্রীত বুমরা ছন্দে ফিরলে শামি-বুমরা জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রতিপক্ষ শিবিরের আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে এই জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামিকে দেখে নেওয়ার সেরা সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া সিরিজেই। সেই মঞ্চে শামিকে দেওয়া হল না সুযোগ!
ভারতের জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য মনে করেন, শামির খেলা শুধু সময়ের অপেক্ষা। ইডেনে খেলানো না হলেও শামিকে নিয়ে আশার কথাই শোনালেন সৌরভ। ইডেনে বসে সৌরভ বলছিলেন, 'শামি যে কোনও দিন খেলবে। একানে হয়তো টিম কম্বিনেশনের জন্য সুযোগ পায়নি। এ নিয়ে চিন্তার কিছু নেই।'
কিন্তু ইডেনে খেলা মানে তো ঘরের মাঠে প্রত্যাবর্তনের সুযোগ ছিল? সৌরভ বলছেন, 'শামি যে মাপের বোলার, ওর কাছে সব মাঠই ঘরের মাঠ।'
আরও পড়ুন: আকাশ-খোঁচায় জ্বলে উঠলেন অভিষেক, ইডেনে ইংরেজ বোলিং ছারখার করে জেতালেন ভারতকে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
