India vs England T20I: ২ বছর ধরে তৈরি করা গোপন অস্ত্রেই ইডেনে ইংরেজদের চমকে দিলেন কেকেআর স্পিনার
Varun Chakravarthy: বরুণ চক্রবর্তীই বুধবার ইডেনে বল হাতে ইংল্যান্ডের আতঙ্ক হয়ে উঠলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে তিন উইকেট।

কলকাতা: আইপিএলে (IPL) তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র। তাঁর বলের ঘূর্ণিতে ঘায়েল হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটাররা। সুনীল নারাইনের সঙ্গে তাঁর নামের পাশেও অনেকে জুড়ে দিয়েছেন বিস্ময়-স্পিনার তকমা।
সেই বরুণ চক্রবর্তীই (Varun Chakravarthy) বুধবার ইডেনে বল হাতে ইংল্যান্ডের আতঙ্ক হয়ে উঠলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে তিন উইকেট। শিকারের তালিকায়? জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের ইনিংসে ধস নামালেন বরুণ। কোন মন্ত্রে এত ধারাল হয়েছে বোলিং?
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জানালেন বরুণ নিজেই। বললেন, 'আমি খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ঘরোয়া ক্রিকেটে ও দেশের অন্য সমস্ত টুর্নামেন্টে খেলব। আমার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়েছে। যে কারণে আইপিএলে এত আত্মবিশ্বাসী ছিলাম। তারপরই দেশের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর সিদ্ধান্ত। আইপিএল খেলে আমার খুব উপকার হয়েছে। সেই কারণেই আরও বেশি করে ম্যাচ খেলতে চাই। যাতে নিজের দক্ষতাকে পরীক্ষার মুখে ফেলতে পারি।'
বরুণ যোগ করলেন, 'আমি যেটা দেখেছি, তা হল সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে যত বেশি সম্ভব সাইড স্পিন করা। যে বল স্কিড করে যায়। আমার লেগিংস আর গুগলিতে আরও বেশি স্পিন করানোই লক্ষ্য। সেটা নিয়েই পরিশ্রম করছি। ২০২৩ সালের আইপিএলে আমি চেষ্টা করেছিলাম, ৫০-৫০ পেরেছিলাম। তবে ২০২৪ সালের আইপিএলে সেটাই আরও ভালভাবে করেছি। সেটাই আমার উন্নতির কারণ। এটা আয়ত্ত করতে ২ বছরেরও বেশি সময় লেগেছে। ইডেনে খেলা আমার কাছে সব সময়ই স্পেশ্যাল। এখানকার জনসমর্থন দুর্দান্ত। প্রচুর মানুষের ভালবাসা পেয়েছি। যেহেতু আমি এই শহরের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলি, এখানকার মানুষ আমাকে আরও বেশি ভালবাসেন।'
Innings Break!
— BCCI (@BCCI) January 22, 2025
A fantastic bowling performance from #TeamIndia! 👌 👌
3⃣ wickets for Varun Chakaravarthy
2⃣ wickets each for Arshdeep Singh, Axar Patel & Hardik Pandya
Over to our batters now! 👍 👍
Scorecard ▶️ https://t.co/4jwTIC5zzs#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/FR7hcacPsH
বরুণ আরও বলেছেন, 'ইডেন সব সময়ই ব্যাটারদের স্বর্গ। তবে আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নিজের বোলিংয়ের প্রাথমিক ব্যাপারগুলো নিয়েই ভাবছি। দিনটি আমার হলে, আমি যুদ্ধে জিতব। ব্যাটারদের দিন হলে তারা ভাল করবে। টি-২০ ক্রিকেট এখন অনেক বদলে গিয়েছে। আমি যেটা পারি সেটা হল ভাল প্রস্তুতি নেওয়া। ফল নিয়ে আমি খুব বেশি চিন্তাভাবনা করছি না। করা উচিতও নয়।'
আরও পড়ুন: ইডেনে স্পিনের ছোবলে কাহিল ইংরেজরা, ভারতের সামনে লক্ষ্য মাত্র ১৩৩ রানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
