India vs England Day 4 Lunch: জীবনদান পেয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছেন রাহুল, লাঞ্চ ব্রেকে ১৫৯ রানে এগিয়ে ভারত
IND vs ENG: চতুর্থ দিন প্রথম সেশনে বেশ মন্থর ব্যাটিং করেছে ভারত । এই সেশনে মোট ২৪.১ ওভারের খেলায় ৬৩ রান উঠেছে ১ উইকেটের বিনিময়ে ।

লিডস: সোমবার, টেস্ট ম্যাচের চতুর্থ দিন সকালেই ধাক্কা কেয়েছিল ভারত (India vs England) । ব্রাইডন কার্সের বলে বোল্ড হয়ে ফিরে যান অধিনায়ক শুভমন গিল । সেই গিল, যিনি প্রথম ইনিংসে ১৪৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন । শুভমন মাত্র ৮ রান করে ফিরতেই যেন নতুন আগ্রাসন নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইংরেজ বোলাররা ।
তবে লাভ হয়নি । দৃঢ়ভাবে প্রথম সেশনের বাকিটা কাটিয়ে দিলেন কে এল রাহুল ও ঋষভ পন্থ । চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৪৮ ওভারে ১৫৩/৩ । কে এল রাহুল ৭২ রানে ও ঋষভ পন্থ ৩১ রানে ক্রিজে । ইংল্যান্ডের চেয়ে ১৫৯ রানে এগিয়ে রয়েছে ভারত ।
তবে কে এল রাহুল একবার জীবন পেয়েছেন । তিনি তখন ৫৮ রানে ব্যাট করছিলেন । টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন । জশ টাংয়ের বল থার্ডম্যান বাউন্ডারিতে পাঠাতে গিয়ে গালিতে ক্যাচ তুলে বসেন রাহুল । তবে বল তালুবন্দি করতে পারেননি হ্যারি ব্রুক । ক্যাচ ফেলে দেন ।
তারপর আর কোনও সুযোগ দেননি রাহুল । ৭২ রান করে ক্রিজে তিনি । প্রথম ইনিংসেও ভাল ব্যাট করছিলেন । কিন্তু ৪২ রান করে ফেরেন । যে ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের তিন ব্যাটার - যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ । রাহুল নিশ্চয়ই চাইবেন দ্বিতীয় ইনিংসে বড় রান করে প্রথম ইনিংসের আক্ষেপ দূর করতে ।
That's Lunch on Day 4! #TeamIndia lead England by 159 runs!
— BCCI (@BCCI) June 23, 2025
7⃣2⃣* for KL Rahul
3⃣1⃣* for vice-captain Rishabh Pant
Stay Tuned for Second Session! ⌛️
Updates ▶️ https://t.co/CuzAEnAMIW#ENGvIND | @klrahul | @RishabhPant17 pic.twitter.com/ML2iFXHNJg
যদিও চতুর্থ দিন প্রথম সেশনে বেশ মন্থর ব্যাটিং করেছে ভারত । এই সেশনে মোট ২৪.১ ওভারের খেলায় ৬৩ রান উঠেছে ১ উইকেটের বিনিময়ে । চলতি টেস্টে আর কোনও সেশনে এত কম রান ওঠেনি । এই সেশনে ওভার প্রতি ২.৬০ রান উঠেছে । এই প্রথমবার চলতি টেস্টে ওভার প্রতি রান সাড়ে তিনের নীচে নামল । তবে মাত্র ১টি উইকেট পড়েছে । যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে স্বস্তির খবর ।




















