IND vs ENG: খেলার মাঝেই তাল কাটতে পারে বৃষ্টি, হেডিংলে টেস্টের দ্বিতীয় দিনে পুরো খেলা হবে?
IND vs ENG Test: শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন।

হেডিংলে: ইংল্যান্ড সফরে শুরুতেই ধামাকা দেখিয়েছে ভারতীয় দল। ব্য়াট করতে নেমে প্রথম টেস্টের প্রথম দিনেই মাত্র ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৩৫৯ রান তুলে নিয়েছে। প্রথম দিনেই শতরান হাঁকিয়েছেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় দিনের খেলায় তাল কাটতে পারে বৃষ্টিতে। হ্যাঁ, হেডিংলের আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে।
প্রথম দিনের খেলায় আকাশ পরিষ্কার ছিল। ঝকঝকে রোদের দেখা মিলেছে। দ্বিতীয় দিনের খেলায় অবশ্য তেমনটা হয়ত হবে না। খেলার মাঝেই বৃষ্টি নামতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এমনকী বিকেলের পর দিয়ে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে দেখা গিয়েছে ৮৮ শতাংশ দিনের শেষ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিনের খেলা শেষে রাতে দিকে মাঠ ঢেকে রাখা হয়েছিল কভারে।
টস জিতে যখন ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস, অনেকেই প্রমাদ গুনেছিলেন। শুভমন নিজেও টসের পর জানিয়ে দেন যে, তিনি টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। জেমস অ্যান্ডারসন কিংবা স্টুয়ার্ট ব্রড দূর অস্ত নিদেনপক্ষে একটা জোফ্রা আর্চারও নেই। একমাত্র ক্রিস ওকস আর বেন স্টোকস ছাড়া অভিজ্ঞতা কোথায়? তারই ফায়দা তুলল ভারত। শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন।
শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন। তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন। ঢুকে পড়লেন এক অভিজাত তালিকায়। যে তালিকায় নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, এম বিজয়, সন্দীপ পাটিলদের। তাঁদের মতোই যশস্বীও ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টেই করলেন সেঞ্চুরি। ভারতীয় হিসাবে ইংল্যান্ডে প্রথম টেস্টেই সেঞ্চুরি রয়েছে মুরলী বিজয় (২০১৪ সালে ট্রেন্ট ব্রিজে ১৪৬), বিজয় মঞ্জরেকর (১৯৫২ সালে হেডিংলেতে ১৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬ সালে লর্ডসে ১৩১), সন্দীপ পাটিলের (১৯৮২ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত ১২৯)। তাঁদের মধ্যে সৌরভের ছিল টেস্ট অভিষেক। সেই তালিকায় ঢুকে পড়লেন যশস্বী।




















