IND vs ENG: ডু অর ডাই ম্য়াচ, চতুর্থ টেস্ট খেলতে ম্য়াঞ্চেস্টারে পৌঁছে গেলেন গিল বাহিনী
IND vs ENG Test: ভারতীয় দলের জন্য এই টেস্ট রীতিমত ডু অর ডাই ম্য়াচ। কারণ সিরিজে গিল বাহিনী পিছিয়ে রয়েছে। এই ম্য়াচে হার মানে সিরিজ জেতার আশায় পুরো জল ঢেলে যাবে

ম্য়াঞ্চেস্টার: ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্য়াচ খেলতে ম্য়াঞ্চেস্টারে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। তেন্ডুলকর-অ্য়ান্ডারসন ট্রফি চলছে এই মুহূর্তে। পাঁচ ম্য়াচের সিরিজে প্রথম টেস্টে ভারত হারলেও দ্বিতীয় টেস্টেই দুরন্ত কামব্যাক করেছিল তাঁরা। কিন্তু লর্ডসে লড়াই করেও শেষ পর্যন্ত হারই হজম করতে হয়েছে। জাডেডার অপরাজিত ৬১ রানের ইনিংস কোনও কাজে দেয়নি। ২২ রানে ম্য়াচ জিতে সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড শিবির। এই পরিস্থিতিতে ম্য়াঞ্চেস্টারে আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট।
ভারতীয় দলের জন্য এই টেস্ট রীতিমত ডু অর ডাই ম্য়াচ। কারণ সিরিজে গিল বাহিনী পিছিয়ে রয়েছে। এই ম্য়াচে হার মানে সিরিজ জেতার আশায় পুরো জল ঢেলে যাবে। সেক্ষেত্রে ইল্য়ান্ডের মাটিতে আরও একটা সিরিজ হারতে হবে ভারতকে। অন্য়দিকে ড্র করলেও পরের টেস্ট জিতে সিরিজ ড্র হবে, কিন্তু জেতার কোনও সুযোগ থাকবে না সিরিজে। তাই গিল বাহিনীর কাছে যেনতেন প্রকারে এই ম্য়াচ জিততেই হবে।
ম্যাঞ্চেস্টারে বিমানবন্দর থেকে বেরতে দেখা গিয়েছে অধিনায়ক শুভমন গিল, সহ অধিনায়ক ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়ালকে। তাঁরা প্রত্যেকেই নিশ্চিতভাবে প্রথম একাদশে থাকবেন ওল্ড ট্র্যাফোর্ডে। এছাড়া তালিকায় রয়েছেন সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরণও। যদিও সাই একটি ম্য়াচ সিরিজে খেললেও, অভিমন্যুর এখনও টেস্ট অভিষেক হয়নি।
View this post on Instagram
জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা ইস্যু ভারতীয় দলের কাছে। তবে ম্য়াঞ্চেস্টারে বুমরা খেলবেন, এমনটাই খবর পাকা। টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ১৩৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ৫৩ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্য়ান্ড। ৩৬ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যদিও ৫০টি ম্য়াচের কোনও ফল বেরোয়নি। ড্র হয়েছে। ম্য়াঞ্চেস্টারে এখনও পর্য়ন্ত দুটো দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে টেস্টে। তার মধ্য়ে ইংল্য়ান্ড ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। বাকি পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। একটি ম্য়াচেও জিততে পারেনি ভারত। এই মাঠে শেষবার ২০১৪ সালে ভারত ও ইংল্যান্ড মুখােমুখি হয়েছিল। এক ইনিংসে ইংল্যান্ড ৩৬৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় ক্রিকেট দল দুটো ইনিংস মিলিয়েও ৩৬৭ রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ম্য়াচে ইনিংস ও ৫৪ রানে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই মাঠে ভারতীয় ব্য়াটারদের মধ্য়ে সর্বাধিক রান রয়েছে সুনীল গাওস্করের। পাঁচ ইনিংস খেলতে নেমে ২৪২ রান ঝুলিতে পুরেছেন লিটল মাস্টার।




















