IND vs NZ Live: বৃষ্টির দাপট চলল, প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা
India vs New Zealand 1st Test: পরিসংখ্যান, ইতিহাস, দুইই কিন্তু ভারতের পক্ষেই। ১৯৫৫ সালে ভারত ও নিউজ়িল্যান্ড প্রথমবার টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে আরও ৬১টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল।
LIVE
Background
ভারত বনাম নিউজিল্য়ান্ড: আড়াই বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চিন্নাস্বামীতে ফের বসছে লাল বলের ক্রিকেটের আসর। তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand 1st Test)। ঘরের মাঠে ১১ বছর হারের মুখ দেখেনি ভারতীয় দল। জিতেছে নাগাড়ে ১৮টি টেস্ট সিরিজ়। অপরদিকে, নিউজ়িল্যান্ড সাম্প্রতিক সময়ে বিগেশের মাটিতে টেস্ট সিরিজ় জিততে বারংবার ব্যর্থ হয়েছে।
পরিসংখ্যান এবং ইতিহাস, দুইই কিন্তু ভারতের পক্ষেই। ১৯৫৫ সালে ভারত ও নিউজ়িল্যান্ড প্রথমবার টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে আরও ৬১টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। ভারত এর মধ্যে ৩৫.৪৯ শতাংশ অর্থাৎ ২২টি ম্যাচ জিতেছে। কিউয়িদের ঝুলিতে এসেছে ১৩টি জয়। ২৭টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত বাহিনী।
বেঙ্গালুরুর চিন্নাস্বামীর পিচ কিন্তু বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। ছোট বাউন্ডারি, পিচে ভাল বাউন্স ব্যাটারদের নিজেদের শট খেলতে সাহায্য করে। এই ম্যাচেও এমন পিচই দেখার সম্ভাবনা। তবে ম্যাচের পাঁচদিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে কিন্তু ফাস্ট বোলাররা খানিক সাহায্য পাবেনই। সেইজন্যই পরিবেশ কেমন হবে তা বুঝতে এবং সেরা একাদশ বাছতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ম্যাচের দিন সকালেই একাদশ বাছাই করা হবে। তিন স্পিনার না তিন ফাস্ট বোলার, কোন কম্বিনেশনে ভারতীয় দল মাঠে নামবে সেই দিকে থাকবে নজর।
সদ্যই বাংলাদেশকে ঘরের মাঠে দুরমুশ করেছে ভারত। দ্বিতীয় টেস্টে তো বৃষ্টিতে দুইদিনেরও বেশি সময় নষ্ট হলেও, জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। এবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও একই জিনিস করার লক্ষ্যে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে শুভমন গিলের (Shubman Gill) ফিটনেস ঘিরে উদ্বেগ। গিল নাকি টিম ম্যানেজমেন্টকে তাঁর ঘাড় ও কাঁধে ব্যথার কথা জানিয়েছেন। এই ব্যথার জেরেই ভারতের হয়ে তাঁর প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
IND vs NZ Live Score: প্রথম দিনের খেলা পরিত্যক্ত
বৃষ্টি কমলেও শুকোয়নি মাঠ। এখনও কবার সরানো সম্ভব হয়নি। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত।
IND vs NZ Live: এখনও বৃষ্টি বেঙ্গালুরুতে
লাঞ্চের বিরতির পরও টস করা সম্ভব হল না। বৃষ্টি এখনও কমেনি বেঙ্গালুরুতে। গোটা মাঠ কভারে ঢাকা।
IND vs NZ Live Score: শুরু মধ্যাহ্নভোজ
মধ্যাহ্নভোজের আগে টস করা গেল না।
IND vs NZ Live: এখনও ঝিরিঝিরি বৃষ্টি চিন্নাস্বামীতে
গতি কমলেও ঝিরিঝিরি বৃষ্টি এখনও হচ্ছে বেঙ্গালুরুতে। টস করা এখনও সম্ভব হল না।
IND vs NZ Live Score: বৃষ্টি বাধা বেঙ্গালুরুতে
খেলা শুরু হওয়ার নির্ধারিত সমেয়র থেকে ৩০ মিনিট পার। এখনও টসই করা সম্ভব হল না। বৃষ্টি থামেনি বেঙ্গালুরুতে।