IND vs NZ: সিরিজ বাঁচানোর লড়াই ধবনদের, কাল কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্য়ান্ড তৃতীয় ওয়ান ডে?
India vs New Zeland: আগামীকালের ম্যাচেও কোনও বদল হয়ত করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে ফের রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হবে।
ক্রাইস্টচার্চ: টি-টোয়েন্টি সিরিজে জয়। এরপর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হার। গত ম্যাচে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ভারতের সিরিজ জয়ের আশায় জল ঢেলে দিয়েছে। আগামীকালের ম্যাচ জিতে গেলেও সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে ২ দলকে। এক নজরে দেখে নেওয়া যাক কালকের ম্য়াচের সময়সূচি -
ওয়ান ডে সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচ কবে?
আগামীকাল, ৩০ নভেম্বর, বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
তৃতীয় ওয়ান ডে ম্যাচে হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চে খেলা হবে।
কখন শুরু ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি?
ভারতীয় সময় অনুসারে সকাল ৭ থেকে শুরু ম্যাচ। টস হবে তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৬.৩০টায়।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটি?
ডিডি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে অ্যামাজন প্রাইম ভিডিওয় লাইভ স্ট্রিমিং হবে।
আগামীকালের ম্যাচেও কোনও বদল হয়ত করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে ফের রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হবে। পেস বোলিং বিভাগে চলতি সিরিজেই ওয়ান ডে আন্তর্জাতিকে অভিষেক হয়েছে অর্শদীপ সিংহ ও উমরান মালিকের। তাঁরা ২ জনেই যে খেলছেন কালকের ম্য়াচে, তা একপ্রকার নিশ্চিত। স্পিনার হিসেবে চাহাল টি-টোয়েন্টি সিরিজে খেললেও কুলদীপ যাদবের ওপরই ভরসা করতে পারে টিম ম্যানেজমেন্ট ওয়ান ডে ফর্ম্যাটে।
প্রথম ওয়ান ডে ম্যাচে তিনশোর ওপর রান বোর্ডে তুলেও ম্যাচ জিততে পারেনি ভারত। রান তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারালেও উইলিয়ামসন ও ল্যাথামের ব্য়াটিং পার্টনারশিপের ওপর ভর করে শেষে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল নিউজিল্য়ান্ড। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়ি শিবির।
গত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হলেও, কিউয়িদের বিরুদ্ধে সাত উইকেটের বিনিময়ে ৩০৬ রান তোলে টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার শিখর ধবন, শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরান। ম্যাচের শুরুটা দারুণভাবে করেন টিম ইন্ডিয়ার ওপেনারর শিখর ও শুভমন। দুই ওপেনার মিলে শতরানের পার্টনারশিপ গড়েন। শিখর ও শুভমন মোট ১২৪ রান যোগ করেন। তবে অর্ধশতরান করার পরেই সাজঘরে ফেরেন শুভমন। ঠিক পরের ওভারেই ৭২ রানে সাজঘরে ফেরেন ভারতীয় দলের অধিনায়ক শিুখর ধবনও। ঋষভ পন্থ শুরুটা ভাল করেন বচে, তবে তিনি ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৫ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। চলেনি সূর্যকুমার যাদবের ব্যাটও। তাঁর সংগ্রহ মাত্র চার রান।