Gautam Gambhir: আগ্রাসী ক্রিকেটই খেলবে ভারত, সিরিজে পিছিয়ে থেকেও বার্তা গুরু গম্ভীরের
India vs NewZealand: পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় দলের হেডস্যর গম্ভীর জানিয়ে দিলেন, আগ্রাসী ক্রিকেটের মন্ত্র থেকে তাঁরা বেরিয়ে আসবেন না।
পুণে: টেস্ট সিরিজ শুরুর আগে তিনি বলেছিলেন, ভারত টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলতে বদ্ধপরিকর। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) 'একদিনে চারশো' মন্তব্য নিয়েও সমালোচনা হয়েছিল। তবে বেঙ্গালুরুর প্রথম টেস্টে ভারত হারলেও দ্বিতীয় ইনিংসে পাল্টা লড়াই চালিয়েছিলেন সরফরাজ খান, বিরাট কোহলিরা।
পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় দলের হেডস্যর গম্ভীর জানিয়ে দিলেন, আগ্রাসী ক্রিকেটের মন্ত্র থেকে তাঁরা বেরিয়ে আসবেন না। যশপ্রীত বুমরার মতো পেসারকে বিশ্রাম দেওয়ার কথাও এখনই ভাবছেন না বলে ইঙ্গিত দিলেন গুরু গম্ভীর।
বৃহস্পতিবার পুণেতে শুরু ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজের কথা মাথায় রেখে কি বুমরাকে বিশ্রাম দেওয়া হবে? গম্ভীর সাংবাদিকদের বলেছেন, 'এই সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে ১০-১২ দিন সময় পাওয়া যাবে। আমাদের ফাস্টবোলারদের জন্য সেটা যথেষ্ট লম্বা বিরতি। তবে এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর যশপ্রীত বুমরার কী অবস্থা সেটা খতিয়ে দেখা হবে।'
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
গম্ভীর যোগ করেন, 'তবে শুধু যশপ্রীত বুমরা নয়। সব ফাস্টবোলারদের কথাই বলব। আমরা ওদের তরতাজা রাখতে চাই। জানি সামনে একটা বড় সফর রয়েছে এবং সেটাও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সফর। তবে এই ম্যাচের টেস্টের ফলাফলের ওপর নির্ভর করে সব সিদ্ধান্ত হবে। এখানে ওরা কতটা বল করে সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন কে এল রাহুল। প্রথম ইনিংসে ০ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১২ রান। তবে কোচ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন। গম্ভীর বলেছেন, 'সোশ্যাল মিডিয়া দেখে আমরা দল গড়ি না। দলের ম্যানেজমেন্ট কী ভাবছে সেটাই গুরুত্বপূর্ণ।'
𝗠𝗼𝗿(𝗻)𝗲 𝗧𝗵𝗲 𝗠𝗲𝗿𝗿𝗶𝗲𝗿!
— BCCI (@BCCI) October 23, 2024
Guess the bowler in Mr Morkel could not resist the nets at Pune 😎
Watch 🔽#TeamIndia | #INDvNZ | @mornemorkel65 | @IDFCFIRSTBank
আরও পড়ুন: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।