India vs Pakistan: পাকিস্তানকে লজ্জা উপহার দিল ভারত, ফাইনালে হল একাধিক রেকর্ডও, রইল ঝলক
Asia Cup 2025: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। কী কী রেকর্ড হল দুবাইয়ে?

দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। এদিন হল একাধিক রেকর্ডও। রইল ঝলক...
৫ – এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
৯ – ভারতের জেতা এশিয়া কাপ খেতাবের মোট সংখ্যা। টি-২০ ফর্ম্যাটে এটা ভারতের জেতা দ্বিতীয় এশিয়া কাপ। এর আগে ২০১৬ সালে টি-২০ ফর্ম্যাটে এশিয়া কাপ জিতেছিল ভারত। শ্রীলঙ্কা ৬ বার ও পাকিস্তান ২ বার এশিয়া কাপ জিতেছে।
৯-০ – পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ৯ বার রান তাড়া করে ৯ ম্যাচই জিতল ভারত।
১২৭ – ভারতের যখন তৃতীয় উইকেটের পতন হয়, তখনও ম্যাচ জেতার জন্য ১২৭ রান প্রয়োজন ছিল। তিন উইকেট পড়ে যাওয়ার পর এর আগে একবারই আর বাকি এত রান তুলে কোনও টি-২০ ম্যাচ জিতেছে ভারত। সেটাও পাকিস্তানের বিরুদ্ধে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে।
১১৩ – দ্বিতীয় উইকেট পড়ার সময় পাকিস্তানের যা স্কোর ছিল। এর আগে এই রানে দ্বিতীয় উইকেট পড়ার পর কোনও দল দেড়শোর কম স্কোরে অল আউট হয়নি।
৩৩ – পাকিস্তান শেষ আট উইকেটে যে রান তোলে। পুরুষদের টি-২০ ক্রিকেটে শেষ আট উইকেট পার্টনারশিপে ওঠা সবচেয়ে কম রানের নজির এটাই।
৫ – এ নিয়ে টি-২০ ক্রিকেটে ৫ বার চারটি করে উইকেচ তুললেন কুলদীপ যাদব। ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ ম্যাচে পাঁচবার চারটি করে উইকেট নেওয়ার নজির ছিল একমাত্র ভুবনেশ্বর কুমারের। সব মিলিয়ে পুরুষদের টি-২০ ক্রিকেটে এর চেয়ে বেশিবার ইনিংসে ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে আফগানিস্তানের রশিদ খানের। ৬ বার ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছেন তিনি।
৬৯ – পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে যে রানে অপরাজিত ছিলেন তিলক বর্মা। পুরুষদের কোনও টি-২০ টুর্নামেন্টের ফাইনালে আর মাত্র চারজন ব্যাটারের ব্যাটিং অর্ডারে চার বা তার নীচে নেমে এর চেয়ে বেসি রান রয়েছে। এশিয়া কাপের টি-২০ ফর্ম্যাটের ফাইনালে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
৩৬ – এশিয়া কাপে (ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে) কুলদীপ যাদবের মোট উইকেট সংখ্যা। লাসিথ মালিঙ্গার (৩৩ উইকেট) রেকর্ড ভেঙে দিলেন তিনি।
৩ – যশপ্রীত বুমরাকে যতগুলি ছক্কা মারেন সাহিবজাদা ফারহান। বুমরার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে যে রেকর্ড আর কারও নেই।




















