Shubman Gill Injury: আশঙ্কার ছবি ইডেনের ড্রেসিংরুমে, নেক কলার পরে যন্ত্রণা সামলাচ্ছেন শুভমন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন?
India vs S Africa Test: ঘাড়ে ব্যথার জন্য বেকায়দায় শুভমন গিল। শনিবার, ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও যন্ত্রণায় কাবু হয়ে মাঠ ছাড়লেন। আহত ও অবসৃত হয়ে।

সন্দীপ সরকার, কলকাতা: টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে লড়াইয়ের মাঝপথে সেনাপতিকেই হারিয়ে বসল ভারত!
ঘাড়ে ব্যথার জন্য বেকায়দায় শুভমন গিল। শনিবার, ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও যন্ত্রণায় কাবু হয়ে মাঠ ছাড়লেন। আহত ও অবসৃত হয়ে। অনেকে ভেবেছিলেন, ব্যথা কমলে হয়তো ব্যাট করতে নামবেন গিল। কিন্তু পারলেন না তিনি। ভারতের ৯ উইকেট পরতেই অল আউট ঘোষণা করা হল। ১৮৯ রানে দলের প্রথম ইনিংস গুটিয়ে গেল। ড্রেসিংরুম থেকেই দেখলেন হতাশ গিল।
তবে তার চেয়েও আশঙ্কার খবর পাওয়া গেল ইডেন থেকে। শোনা গেল, ড্রেসিংরুমে নেক কলার পরে বসে রয়েছেন ভারত অধিনায়ক। তাঁর নড়াচড়া করতেও সমস্যা হচ্ছে। কাঁধে সেঁক দেওয়া চলছে। সঙ্গে ব্যথা কমানোর ওষুধ খাওয়ানো হয়েছে। যদিও স্টিফ নেকের সবচেয়ে বড় ওষুধ হল বিশ্রাম আর টেস্ট ম্যাচ চলাকালীন সেটাই শুভমনের পক্ষে পাওয়া মুশকিল। সকলের মনেই এখন প্রশ্ন, দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করতে পারবেন গিল?
🚨 Update 🚨
— BCCI (@BCCI) November 15, 2025
Shubman Gill has a neck spasm and is being monitored by the BCCI medical team. A decision on his participation today will be taken as per his progress.
Updates ▶️ https://t.co/okTBo3qxVH #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/ivd9LVsvZj
ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শনিবার সকালে ওয়ার্ম আপের সময় থেকেই ঘাড়ে ব্যথার কথা জানান শুভমন। সিট আপ দেওয়ার সময় তিনি ঘাড়ের ব্যথা টের পান। তবু ওয়াশিংটন সুন্দর আউট হতেই ব্যাট করতে নেমে পরেছিলেন। যদিও ঘাড়ে ব্যথার সঙ্গে লড়াই করে ব্যাটিং করতে পারলেন না।
ঠিক কী হয়েছিল মাঠে?
ওয়াশিংটন সুন্দর আউট হতেই ক্রিজে গিয়েছিলেন শুভমন। প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারকে স্যুইপ মেরে বাউন্ডারিতে ফেললেন। গ্যালারিতে গর্জন ক্রিকেটপ্রেমীদের। তারপরই কোথা থেকে যেন কী হয়ে গেল! স্যুইপ শট শেষ করে উঠতে গেলেন শুভমন। আচমকাই যন্ত্রণায় ছটফট করে উঠলেন। ইশারা করে ডাকলেন ফিজিওকে। ফিজিও দৌড়ে ঢুকলেন মাঠে। শুরু হল শুশ্রূষা।
গ্যালারিতে তখন উৎকণ্ঠা। অনেকে বুঝেই উঠতে পারছেন না যে, ঠিক কী হয়েছে শুভমনের। খানিক পরে দেখা গেল, কাঁধে চিকিৎসা চলছে তাঁর। ব্যথা নিরাময়কারী স্প্রে দিয়েও অবশ্য সোজা হতে পারলেন না শুভমন। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ৩ বলে ৪ রান করে। আহত ও অবসৃত হলেন শুভমন। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন কি না, তাঁর চোটের গতিপ্রকৃতি দেখে সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আপাতত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও মাঠে নামেননি তিনি। নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ।




















