India vs South Africa: বাংলার মেয়ের দাপট, বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় ভারতীয় মহিলা দলের
Womens T20 World Cup 2024: মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Women's T20 World Cup) শুরু হওয়ার আগে দুরন্ত ছন্দে ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে ২৮ রানে হারাল ভারত।
দুবাই: মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Women's T20 World Cup) শুরু হওয়ার আগে দুরন্ত ছন্দে ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে ২৮ রানে হারাল ভারত। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে (ICC Academy Ground in Dubai) প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট দেখালেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), জেমাইমা রদ্রিগেজরা। টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতল ভারত। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতেই শেফালি বর্মা (Shafali Verma) কোনও রান না করে ফেরেন। মাত্র ২ বল ক্রিজে ছিলেন তিনি। দলের সেরা ব্যাটার হরমনপ্রীত কৌরও মাত্র ১০ রান করে আউট হন।
সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhaha) ও জেমাইমা (Jemimah Rodrigues)। গুরুত্বপূর্ণ ৩০ রান করেন জেমাইমা। স্মৃতির সঙ্গে ৪০ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তারপরেও এক সময় ভারতের স্কোর হয়ে দাঁড়িয়েছিল ৬৭/৪। সেখান থেকে দলের ব্যাটিংয়ের হাল ধরেন বঙ্গকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। সঙ্গত করেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। যিনি এক সময় বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলতেন। মাত্র ৫০ বলে ৭০ রান যোগ করেন দুজনে। ২৫ বলে ৩৬ রান করেন শিলিগুড়ির রিচা। জোড়া চার ও ছক্কা হাঁকান তিনি। ৩৫ রানে অপরাজিত ছিলেন দীপ্তি।
আরও পড়ুন: কোহলি ও রবি শাস্ত্রীর জন্য টেস্টে পুনর্জন্ম? বড় তথ্য ফাঁস করলেন রোহিত
নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর ছিল ১৪৪/৭। জবাবে দক্ষিণ আফ্রিকা থেকে যায় ১১৬/৬ স্কোরে। ভারতের তিন বোলার - পূজা বস্ত্রকার (Pooja Vastrakar), রেণুকা সিংহ (Renuka Singh) ও অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)-র শুরুর স্পেল সতর্কভাবে খেলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন আশা সোভানা (Asha Sobhana)। দক্ষিণ আফ্রিকার শুরুটা মন্থর হয়েছিল। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। বিনা উইকেটে ৩৭ থেকে দ্রুত ৬৬/৪ হয়ে যায়।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১১৬ রানে আটকে যায় তারা। মহিলাদের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে।
আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে নজর কেড়েছিলেন, তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।