U-19 Women's T20 WC: নির্ধারিত হল সূচি, কাদের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে ভারত?
India U19 Team: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ ১-এর শীর্ষে শেষ করেছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
পোচেস্ট্রোম: আইসিসির অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে আর মাত্র চারটি দল অবশিষ্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়ের ফলে গ্রুপ ২-এ শীর্ষে শেষ করেছে ইংল্যান্ড দল। ফলে গ্রুপ ১-এ দ্বিতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড দল। অপরদিকে, ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। দুই ম্যাচই শুক্রবার আয়োজিত হবে। ফাইনাল ম্য়াচ আয়োজিত হবে রবিবার।
টুর্নামেন্টের সূচি
সংযুক্ত আরব আমিরশাহি বিরুদ্ধে বাংলাদেশ দুরন্ত জয় পেলেও, শেষ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়াকে নেট রান রাটে টপকাতে না পারায় শেষমেশ বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে হল বাংলাদেশকে। অপরদিকে, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হলেও, গ্রুপ শীর্ষে থেকেই শেষ করেছে। এবার শেফালিরা ফাইনালে উঠতে পারেন কি না, সেটাই দেখার।
ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড (Ind vs NZ)। টি-টোয়েন্টি সিরিজেও আধিপত্য দেখাতে চায় টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিছুটা অস্বস্তি ভারতীয় শিবিরে।
কেন?
কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সময় কব্জিতে চোট পেয়েছেন রুতুরাজ। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁর চোটের চিকিৎসা চলছে। গায়েকোয়াড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন। তবে তিনি ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিকভাবে রান করে জাতীয় দলে ডাক পান রুতুরাজ। ২৫ বছর বয়সী ওপেনার তাঁর শেষ রঞ্জি ম্যাচে রান পাননি। ২ ইনিংসে করেছেন ৮ এবং ০। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরে রুতুরাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমকে জানান যে, ব্যাটিং করার সময় তিনি ডানহাতের কব্জিতে ব্যথা অনুভব করেছেন। তারপরই বোর্ডের চিকিৎসকদের পরামর্শে এনসিএতে যান।
কব্জির চোট আগেও ভুগিয়েছে রুতুরাজকে। কব্জির চোটের কারণে গত বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার সিরিজে বাদ পড়েছিলেন তিনি। রুতুরাজ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই সেঞ্চুরি করেন তিনি। তাঁর হঠাৎ চোটের কারণে সমীকরণ বদলেছে ভারতীয় দলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য তিনি যদি খেলতে না পারেন তাহলে তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন মুম্বইয়ের পৃথ্বী শ। কিছুদিন আগেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে রেকর্ড রান করেছেন। ৩৭৯ রান করে চমকে দিয়েছিলেন সকলকে। যা রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। তাই পৃথ্বীর সামনে দরজা খুলে যেতে পারে।
আরও পড়ুন: এই মরসুম শেষ হওয়ার আগেই পরের মরসুম নিয়ে প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কোচ