IND vs PAK: 'আমরা ওদের দুরমুশ করতাম', WCL ফাইনালের পরেই পাকিস্তান ম্যাচ বয়কট করার প্রসঙ্গে দাবি রায়নার
WCL 2025: ভারতীয় দল লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ম্যাচও বয়কট করে।

নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে ভারতীয় দল লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championship of Legends) গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ (IND vs PAK) বয়কট করে। তারপরে সেমিফাইনালেও ফের একবার পড়শি দেশের বিরুদ্ধেই ভারতীয় দলের ম্য়াচ পড়ে। সেই ম্যাচও শিখর ধবনরা খেলবেন না বলেই জানান। এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম মতামত শোনা যাচ্ছে। ভারত না খেলায় পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালে তো পৌঁছে যায়, তবে ফাইনালে এবি ডিভিলিয়ার্স ঝড়ে উড়ে যায় সঈদ আজমল, মহম্মদ হাফিজ, শাহিদ আফ্রিদিদের। এবার সেই নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না (Suresh Raina)।
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে। সারজিল খান ৭৬ রানের ইনিংস খেলেন। তবে জবাবে অধিনায়ক এবি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ বলে ১২০ রানের ইনিংস খেলেন। পাকিস্তানকে দুরমুশ করে নয় উইকেট হাতে রেখে ১৯ বল বাকি থাকতেই ম্য়াচ ও খেতাব জিতে নেয়। এর পরেই রায়না ডিভিলিয়ার্সের ইনিংসের প্রশংসা করে দাবি করেন ভারতীয় দল যদি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামত, তাহলে তাঁরাও পাকিস্তানকে একইভাবে দুরমুশ করত।
রায়না লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অংশ ছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ফাইনালে এবি ডিভিলিয়ার্স কী দারুণ ইনিংস খেলল, একেবারে দুরমুশ করে দিল। আমরা খেললেও, আমরাও ওদের এমনভাবেই দুরমুশ করতাম। তবে আমরা নিজেদের দেশকে সবসময় সবার ঊর্ধ্বে রাখি। ওদের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকার জন্য EaseMyTrip এবং নিশান্ত পিত্তির অনেক সম্মান প্রাপ্ত। এটাই তো চরিত্রের আসল পরিচয় দেয়।'
What a knock by @ABdeVilliers17 in the final, absolutely smashed it
— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 2, 2025
Had we played, we would’ve crushed them too, but we chose our nation above everything else.
Full respect to @EaseMyTrip and @nishantpitti for standing firm and not supporting any match involving them. That’s…
এই টুর্নামেন্টের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও একটি ঘোষণা করা হয়। পিসিবির তরফে জানানো হয় পাকিস্তান আর ভবিষ্যতে লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। তাদের দাবি অনুযায়ী ভারতীয় দলের তাদের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তর পর যেভাবে টুর্নামেন্টের উদ্যোক্তরা তাদের সঙ্গে ব্যবহার করেছেন তা পক্ষপাততুষ্ট। ফলে এই টুর্নামেন্টে অদূর ভবিষ্যতে পাক তারকাদের আর খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।




















